TRENDING:

CBI Raid at Atin Ghosh House: উত্তর কলকাতার দাপুটে তৃণমূল বিধায়ক, পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দিল CBI!

Last Updated:

এ দিন বেলা ২.১৫ মিনিট নাগাদ শ্যামবাজার এলাকায় অতীন ঘোষের বাড়িতে হাজির হন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরজিকর মেডিক্যাল কলেজের দুর্নীতি মামলায় এবার তৃণমূল বিধায়ক এবং কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দিল সিবিআই৷ এ দিন বেলা ২.১৫ মিনিট নাগাদ শ্যামবাজার এলাকায় অতীন ঘোষের বাড়িতে হাজির হন৷ সিবিআই-এর তিন জন আধিকারিক কেন্দ্রীয় বাহিনী নিয়ে অতীন ঘোষের বাড়িতে যান৷ ইতিমধ্যেই তৃণমূল বিধায়কের সঙ্গে কথা বলতে শুরু করেছেন সিবিআই আধিকারিকরা৷
অতীন ঘোষের বাড়িতে সিবিআই হানা৷
অতীন ঘোষের বাড়িতে সিবিআই হানা৷
advertisement

জানা গিয়েছে, যে সময় আরজি কর হাসপাতালের সরঞ্জাম কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সময় হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন আর এক তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়৷ স্থানীয় বিধায়ক হিসেবে রোগীকল্যাণ সমিতির সদস্য ছিলেন অতীন ঘোষ৷ কারণ তিনি কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক৷ আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল ওই বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে৷

advertisement

যেহেতু হাসপাতালের জিনিসপত্র এবং সরঞ্জাম কেনার ক্ষেত্রে রোগীকল্যাণ সমিতির বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, সেই কারণেই অতীন ঘোষের বাড়িতে হানা দিয়েছে সিবিআই৷

সেরা ভিডিও

আরও দেখুন
এবার পুজো মণ্ডপেও নিজের খেলা দেখাবে 'এআই'! থিম শিল্পী এসেছেন বলিউড থেকে
আরও দেখুন

এর আগে গত শনিবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীকল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের সিঁথির মোড়ের বাড়িতে সাড়ে তিন ঘণ্টা তল্লাশি চালিয়েছিল সিবিআই৷ এই মামলায় ইতিমধ্যেই চার্জশিটও জমা দিয়েছে সিবিআই৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
CBI Raid at Atin Ghosh House: উত্তর কলকাতার দাপুটে তৃণমূল বিধায়ক, পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দিল CBI!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল