জানা গিয়েছে, যে সময় আরজি কর হাসপাতালের সরঞ্জাম কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সময় হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন আর এক তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়৷ স্থানীয় বিধায়ক হিসেবে রোগীকল্যাণ সমিতির সদস্য ছিলেন অতীন ঘোষ৷ কারণ তিনি কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক৷ আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল ওই বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে৷
advertisement
যেহেতু হাসপাতালের জিনিসপত্র এবং সরঞ্জাম কেনার ক্ষেত্রে রোগীকল্যাণ সমিতির বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, সেই কারণেই অতীন ঘোষের বাড়িতে হানা দিয়েছে সিবিআই৷
এর আগে গত শনিবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীকল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের সিঁথির মোড়ের বাড়িতে সাড়ে তিন ঘণ্টা তল্লাশি চালিয়েছিল সিবিআই৷ এই মামলায় ইতিমধ্যেই চার্জশিটও জমা দিয়েছে সিবিআই৷