জানা গিয়েছে, রবিবার সকালেই সিবিআইয়ের দুটো টিম বেরিয়েছে। একটা টিম রাজু সাহানির মামলায় হালিশহর গিয়েছে। আরও একটি টিমও পৌঁছচ্ছে হালিশহর। নতুন করে ফের রাজু সাহানির বাড়িতে তল্লাশি চালানো হতে পারে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই খবর মিলেছে, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে গিয়েছে সিবিআই।
আরও পড়ুন: অভিষেকের বুদ্ধিদীপ্ত চালেই বিদ্ধ বিজেপি, নতুন 'অস্ত্র' পেয়ে উজ্জীবিত তৃণমূল
advertisement
তবে, রাজু সাহানির বিরুদ্ধে অভিযোগ কিছু কম নেই। জানা গিয়েছে ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময় হালিশহরে ছিল বামেদের বোর্ড। ২০১৩ সালে হঠাৎ পদত্যাগ করে তৃণমূলে যোগদান করেন বাম কাউন্সিলররা। তৈরি হয় তৃণমূলের বোর্ড। সেই পুরবোর্ডের উপ পুরপ্রধান ছিলেন রাজু সাহানির বাবা লক্ষ্মণ সাহানি।
আরও পড়ুন: সিপিআইএম-র বিরুদ্ধে কলা 'চুরির' বিস্ফোরক অভিযোগ, অভিনব প্রতিবাদে তৃণমূল
এর কয়েক বছরের মধ্যে লক্ষ্মণবাবুর মৃত্যু হলে বাবার আসন থেকে বিনা প্রতিদ্বন্দিতায় জেতেন রাজু সাহানি। এর পর পুরপ্রধান হন তিনি। ২০১৯ সালে অর্জুন সিং বিজেপিতে যোগদান করলে দলবদল করেন রাজু। বিধানসভা নির্বাচনের আগে আবার তৃণমূলে ফেরেন তিনি। ফের পুরপ্রধানের পদে বসেন। গত পুরসভা নির্বাচনে হালিশহর পুরসভার ২০ নম্বর ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দিতায় জেতেন তিনি। উত্তর ২৪ পরগনার হালিশহরের বলদেঘাটায়, গঙ্গার একেবারে ধার ঘেঁষে রাজু সাহানির রিসর্ট! হাইনেস্ট গেস্টহাউস। CBI সূত্রে দাবি, এই রিসর্ট থেকেই উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা!