সূত্রের খবর, রবিবার সন্ধে ৭.৩০টা নাগাদ কলকাতার প্রাক্তন সিপি রাজীব কুমারের বাড়িতে হানা দেয় সিবিআই ৷ যদিও নিজের বাড়িতে নেই রাজীব কুমার ৷ লাউডন স্ট্রিট থেকে পার্ক স্ট্রিটে আইপিএস কোয়ার্টারে রাজীব কুমারের উদ্দেশে হানা দেয় সিবিআই ৷ সেখানেও দেখা মেলেনি রাজীবের ৷
আগামিকাল অর্থাৎ সোমবার সকাল ১০টায় সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে রাজীবকে ৷ সেখানে রাজীবকে ফের জেরা করবে সিবিআই ৷ সারদা তদন্তে রাজীবকে জেরা করা হবে ৷ জেরায় সন্তুষ্ট না হলে তবে গ্রেফতার করা হতে পারে তাঁকে ৷ সূত্রের খবর এমনটাই ৷
advertisement
ফের আগাম জামিনের আবেদন করতে পারেন রাজীব ৷ বারাসত আদালতে আবেদন করতে পারবেন তিনি ৷ কালই বারাসত আদালতে আবেদনের সম্ভাবনা রয়েছে ৷
আরও বিপাকে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। ইতিমধ্যেই একবছরের জন্য রাজীব কুমারের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে সিবিআই। মামলার গুরুত্ব বুঝে লুকআউট নোটিস জারি করেছে সিবিআই। সারদা মামলায় রাজীবকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। রাজীব কুমারের রক্ষাকবচের মেয়াদ শেষ হয়েছে ২৪ মে। লুক আউট নোটিস জারি হওয়ার ফলে রাজীব কুমার এখন দেশের বাইরে যেতে পারবেন না। দেশের বাইরে যেতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। নিম্ন আদালতে আগাম জামিনে তৎপর রাজীব।