সূত্রের খবর, হায়দরাবাদে গিয়েছেন বেণুগোপাল, তাঁর জায়গায় এসেছেন মহারাষ্ট্র ক্যাডারের অফিসার রাজেশ প্রধান। নতুন অফিসারকে কলকাতার নিজাম প্যালেসে গিয়ে দ্রুত দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে। সেখান থেকেই রাজ্যের নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে।
আরও পড়ুন: ২১ জুলাই বড় কোনও চমক দেবেন অনুব্রত? তিহাড়ে গুঞ্জন, কেষ্টর কামব্যাক কবে!
advertisement
কিন্তু আচমকা কেন বেণুগোপালকে সরিয়ে নতুন অফিসারকে নিয়োগ করা হল? সূত্রের খবর, দুর্নীতি তদন্তের অগ্রগতি যে একেবারেই সন্তোষজনক নয় তা নিয়ে বার বার প্রশ্ন তুলেছে আদালত। কয়েকদিন আগে পুরসভার দুর্নীতি মামলার শুনানি চলাকালীন তখনও বিচারপতি ক্ষোভপ্রকাশ করে জানান, তদন্তের কোনও রকম অগ্রগতি নেই।
আরও পড়ুন: এটা প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস না রেলগাড়ি? কী কাণ্ড জানলে চমকে যাবেন!
তার পরই দিল্লি থেকে একটি রিপোর্ট আসে বলে সিবিআই সূত্রে খবর। সেখানে বেশ কয়েকটি বিষয় জানতে চাওয়া হয়েছিল। তার পরই এই সিদ্ধান্ত সিবিআইয়ের। যা শোনা যাচ্ছে, তাতে দু’একদিনের মধ্য়েই চার্জ বুঝে নিতে পারেন রাজেশ প্রধান। নতুন অফিসার এলে কি তদন্তে গতি আসবে? আপাতত সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য-রাজনীতি।