TRENDING:

Anubrata Mondal: এবার অনুব্রতর মেয়েকে জেরা, দু' একদিনের মধ্যেই বোলপুরের বাড়িতে যেতে পারে সিবিআই

Last Updated:

গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পরই তাঁর সম্পত্তির খতিয়ান নিতে শুরু করে সিবিআই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সম্ভাবনা ছিলই, এবার বোলপুরে গিয়ে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে জেরা করতে চলেছে সিবিআই৷ দু' একদিনের মধ্যেই সুকন্যা মণ্ডলকে জেরা করতে বোলপুরে পৌঁছতে পারে ইডি৷
অনুব্রত মণ্ডল৷
অনুব্রত মণ্ডল৷
advertisement

গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পরই তাঁর সম্পত্তির খতিয়ান নিতে শুরু করে সিবিআই৷ আর তাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য৷ দেখা যায়, অনুব্রতর মেেয় তো বটেই, তাঁর আত্মীয়, এমন িক বাড়ির কর্মী, গাড়ির চালক, আত্মীয়দের নামেও বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে৷ এই সমস্ত সম্পত্তির পিছনেও আসলে গরু পাচারের টাকাই লাগানো হয়েছে বলে ধারণা সিবিআই-এর৷

advertisement

আরও পড়ুন: পাশে নেত্রী, জানতে পেরেই আত্মবিশ্বাসী অনুব্রত, জেরায় মুখে কুলুপ! দাবি সিবিআই সূত্রের

সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যেই অনুব্রতর মেয়ের নামে অন্তত রাইস মিল সহ অন্যান্য সম্পত্তির খোঁজ মিলেছে৷ এই রাইস মিলের ব্যালেন্স শিটেও গরমিল রয়েছে বলে মনে করছে সিবিআই৷ এই সম্পত্তি সংক্রান্ত তথ্য জানতেই সুকন্যা মণ্ডলকে জেরা করতে চান সিবিআই কর্তারা৷

advertisement

আরও পড়ুন: 'দলের কেউ খোঁজ নিচ্ছে?' আইনজীবীকে প্রশ্ন পার্থর, উত্তর শুনে হতাশ

অনুব্রত মণ্ডল এখনও পর্যন্ত সিবিআই-এর তদন্তে অসহযোগিতা করছেন বলেই খবর৷ জেরায় তিনি মুখও খুলছেন না বলে দাবি সিবিআই সূত্রের৷ আগামী ২০ অগাস্ট ফের অনুব্রতকে আদালতে পেশ করার কথা৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অনুব্রতকে গ্রেফতার পর সিবিআই যদি তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না করতে পারে, সেক্ষেত্রে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে জামিন পাওয়ার সম্ভাবনাও বাড়বে৷ তাই যে কোনও মূল্যে গরু পাচার কাণ্ডে আরও তথ্য হােত পেতে চান সিবিআই কর্তারা৷ তাই সুকন্যা মণ্ডলের নামেও এত সম্পত্তির আর্থিক উৎস কী, তাও জানতে চায় সিবিআই৷ অনুব্রত মণ্ডলের বাড়ির কর্মী, আত্মীয়দেরও ভবিষ্যতে জেরা করা হতে পারে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: এবার অনুব্রতর মেয়েকে জেরা, দু' একদিনের মধ্যেই বোলপুরের বাড়িতে যেতে পারে সিবিআই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল