TRENDING:

SujayKrishna Bhadra: 'কালীঘাটের কাকু'-কে নিজেদের হেফাজতে নিতে তৎপর সিবিআই, জারি প্রোডাকশন ওয়ারেন্ট

Last Updated:

সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে "কালীঘাটের কাকু"-কে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য জন্য মরিয়া চেষ্টা চালিয়েছিল সিবিআই। দীর্ঘদিন ধরেই অসুস্থতার জন্য আদালতে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন সুজয়কৃষ্ণ। এরপরে আগামী ৫ ডিসেম্বর তাঁকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত।  এরপরেই সুজয়কৃষ্ণকে হেফাজতে নিতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে “কালীঘাটের কাকু”-কে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য জন্য মরিয়া চেষ্টা চালিয়েছিল সিবিআই। দীর্ঘদিন ধরেই অসুস্থতার জন্য আদালতে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন সুজয়কৃষ্ণ। এরপরে আগামী ৫ ডিসেম্বর তাঁকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত।  এরপরেই সুজয়কৃষ্ণকে হেফাজতে নিতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
সিবিআই। সংগৃহীত ছবি।
সিবিআই। সংগৃহীত ছবি।
advertisement

আরও পড়ুন: কলকাতার হোটেলে পরিচয় পাল্টে কাজ! গ্রেফতার বাংলাদেশের বিএনপি কর্মী!

অন্যদিকে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করতে পারে সিবিআই। এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সেই মামলায় এখনই কোনও নির্দেশ দেয় নি হাইকোর্ট। তিন সপ্তাহ পর ফের মামলা শুনবে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। তবে আপাতত সুজয় ভদ্রের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না বলেই মৌখিকভাবে জানিয়েছেন বিচারপতিরা। শুক্রবার এই মামলার শুনানিতে সিবিআইকেও তীব্র ভর্ৎসনা করে হাইকোর্ট।

advertisement

আরও পড়ুন: স্বাস্থ্য ক্ষেত্রে ‘ডায়মন্ড হারবার মডেল’ নিয়ে জোর চর্চা, মেগা কর্মসূচি অভিষেকের

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ২০২৩ সালের ৩০ মে সুজয় ভদ্রকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারির পর দীর্ঘদিন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন কালীঘাটের কাকু। বর্তমানে জেলে রয়েছেন তিনি। এবার তাঁকে হেফাজতে নিতে আদালতে আবেদন জানিয়েছে সিবিআই। তারপরই আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কালীঘাটের কাকু।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
SujayKrishna Bhadra: 'কালীঘাটের কাকু'-কে নিজেদের হেফাজতে নিতে তৎপর সিবিআই, জারি প্রোডাকশন ওয়ারেন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল