Crime: কলকাতার হোটেলে পরিচয় পাল্টে কাজ! বাংলাদেশের বিএনপি কর্মীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এবার খোদ কলকাতার বুকে হদিস মিলল বাংলাদেশি অনুপ্রবেশকারীর! মধ্য কলকাতার অভিজাত এলাকা বলে পরিচিত মার্কুইজ স্ট্রিটের একটি হোটেল থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ।
কলকাতা: এবার খোদ কলকাতার বুকে হদিস মিলল বাংলাদেশি অনুপ্রবেশকারীর! মধ্য কলকাতার অভিজাত এলাকা বলে পরিচিত মার্কুইজ স্ট্রিটের একটি হোটেল থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একাধিক জাল নথি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। ধৃত সেলিম মহম্মদ, বাংলাদেশের মাদারিপুরের বাসিন্দা।
পার্ক স্ট্রিট থানা সূত্রে জানা গিয়েছে, মার্কুইজ স্ট্রিটের একটি হোটেলে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী কর্মরত রয়েছেন বলে খবর আসে। এর পর সেই হোটেলে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। থানায় নিয়ে এসে যাবতীয় নথি যাচাই করে তদন্তকারীরা বুঝতে পারেন তার সবগুলিই ভুয়ো। এর পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে রবি শর্মা নামে ভারতীয় পাসপোর্ট উদ্ধার করেছেন তদন্তকারীরা। উদ্ধার হয়েছে আধার কার্ডও।
advertisement
advertisement
ধৃত ব্যক্তি বাংলাদেশে থেকে ২ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে । এর পর কাজ নেয় মধ্য কলকাতার ওই হোটেলে। কেন নথি যাচাই না করে বাংলাদেশি যুবককে কাজে নিয়োগ করা হল তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। ধৃতকে শনিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করবেন তদন্তকারীরা।
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ভারতে অনুপ্রবেশের পর ভুয়ো নাম নিয়ে জাল ভারতীয় নথি বানায় অভিযুক্ত। তদন্তকারীরা এও জানতে পারেন বাংলাদেশে তিনি সক্রিয়ভাবে বিএনপি করতেন। কলকাতায় থাকাকালীন নিয়মিত ওইদেশের সঙ্গে যোগাযোগ রাখতেন সেলিম। তবে ভারতে অনুপ্রবেশের পিছনে তার অন্য কোনও উদ্দেশ ছিল কি না তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 30, 2024 12:57 PM IST