৩ সেপ্টেম্বর সিবিআই আদালতে নিয়ে যাওয়ার আগে সংবাদমাধ্যমে রাজু বলেছিলেন, ''আমি এতে যুক্ত নই, আপনারা বুঝতে পারবেন।'' তবে সিবিআই গোয়েন্দাদের কাছে খবর, রাজু সাহানি এবং বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী যৌথভাবে আর্থিক তছরুপ এবং অপরাধমূলক ষড়যন্ত্র করেছেন।
আরও পড়ুন: রাজনীতি থেকে অবসর নেবেন মদন মিত্র? তৃণমূল বিধায়কের মন্তব্যে তোলপাড় বাংলা
advertisement
রবিবার সুবোধ অধিকারীর বাড়িতেও প্রায় ৬ ঘণ্টা তল্লাশি চলে। সুবোধ অধিকারীর ভাই, তথা কাঁচরাপাড়ার পৌরপ্রধান কমল অধিকারীর বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। আদালতে পেশ করার আগে অভিযুক্তর শারীরিক পরীক্ষা করা হয়ে থাকে। সেই মোতাবেক আজ, বৃহস্পতিবার সাত সকালেই সিজিও কমপ্লেক্স থেকে বিধাননগর মহকুমা হাসপাতলে রাজু সাহানিকে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য।
আরও পড়ুন: 'সিবিআই তদন্তে খুশি নই', কোন ঘটনায়? ফের বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
তবে এদিন রাজু সংবাদমাধ্যমের প্রশ্নের সামনে সম্পূর্ণ 'নীরব' ছিলেন।