TRENDING:

পুরসভায় চাকরিতেও বিরাট দুর্নীতি! চার ঘণ্টার 'ঝড়' সামলে কেঁদে ফেলল অয়ন শীল

Last Updated:

Ayan Sil: পুরসভার চাকরির জন্য ৩ থেকে ১০ লাখ! বড় রহস্য ফাঁস করতে অয়ন শীলের সামনে সিবিআই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলকে এই প্রথম সিবিআই জেলে গিয়ে জেরা করল। শনিবার চার ঘন্টা জেলে গিয়ে জেরা করল সিবিআই।
advertisement

সিবিআই টিম শুক্রবার অনুমতি পায় অয়ন শিলকে পুরসভা দুর্নীতি মামলায় জেরা করার জন্য। শনিবারই সিবিআই টিম জেলে গিয়ে অয়ন শিলকে জেরা করে। সিবিআই সূত্রে খবর, জেরায় জানতে চাওয়া হয়, ৬০ টির বেশি পুরসভায় ৬ হাজার নিয়োগ কার নির্দেশে হয়েছিল?

প্রভাবশালীদের নাম ও designation অনুযায়ী ক্যান্ডিডেট লিস্ট ও টাকা এমাউন্ট লেখা ছিল অয়ন শীলের কাছে। ওই সব প্রভাবশালীদের সঙ্গে কবে থেকে যোগাযোগ? প্রভাবশালীদের কাছে যে কমিশন অয়ন শীল পাঠাত, তার ডিটেলস তথ্য হিসেব নিয়ে জানতে চায় সিবিআই।

advertisement

আরও পড়ুন- বড় খবর! পুজোর আগেই মাঝেরহাট অবধি গড়াবে মেট্রোর চাকা, ইঙ্গিত মেট্রো কর্তৃপক্ষের

অয়নের সল্টলেকের বাড়ি কাম অফিসে পুরসভা omr শিট কেন ছিল? অয়নের কোম্পানি বরাত পেতে কে কে সাহায্য করেছিল? এই পুরসভা দুর্নীতিতে বরাহনগর, কামারহাটি, হালিশহর, পানিহাটি সহ একাধিক পুরসভা দুর্নীতি হয়েছে বলে দাবি ইডির।

এবার সেই বিষয়ে অয়ন শিলকে জেরা করে সিবিআই। যদিও অয়নের উত্তরে সন্তুষ্ট নন সিবিআই অধিকারিকরা। জেরার সময় কান্নায় ভেঙে পড়েন অয়ন শীল।

advertisement

এর আগে ইডি আধিকারিকরা শান্তনু বন্দোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীলের সল্টলেকের এফডি ব্লকের বাড়ি কাম অফিস এবং চুঁচুড়ার বাড়িতে চলে ইডির তল্লাশি চালায়। ওই রাতেই অয়ন শীলকে চুঁচুড়া থেকে নিয়ে আসা হয় সল্টলেকে। এরপর ইডি গ্রেপ্তার করে অয়ন শিলকে।

অয়নের সল্টলেকের অফিসের থেকে পুরসভা দুর্নীতি বহু ডকুমেন্টস বাজেয়াপ্ত করে ইডি। Omr শিট বাজেয়াপ্ত করে। পুরসভায় নিয়োগের জন্য বিভিন্ন প্রাথীদের কাছ থেকে  সংগ্রহ করা টাকা পাঠিয়েছিলেন প্রভাবশালী ও নেতাদের কাছে।

advertisement

নিয়োগ দুর্নীতি মামলায়  অয়ন শীলের সাংকেতিক কোড রহস্য  সন্ধান পায় ইডি। ইডি সূত্রে খবর, “এমএম “, “এসবি “, “সিএইচ “,” বিএইচ”  কোড ল্যাঙ্গুয়েজ রয়েছে পুরসভা বেআইনিভাবে নিয়োগের লিস্টে! ইডি সূত্রে খবর, অয়ন শীল পুরসভায় বেআইনি নিয়োগের ক্ষেত্রে ক্যান্ডিডেট রেকমেন্ডেশন যে সব প্রভাবশালী করতেন তাদের নাম বা পদ অনুসারে “কোড” ল্যাঙ্গুয়েজে লিখে রাখত লিস্টে।

advertisement

অয়ন শীলের কম্পিউটারের হার্ড-ডিস্ক থেকে উদ্ধার সেই লিস্ট দাবি ইডির। ইডি সূত্রে খবর, প্রায় তিন থেকে দশ লক্ষ পর্যন্ত রেট ছিল পুরসভায় বিভিন্ন পোস্টে চাকরির জন্য।

আরও পড়ুন- কাজের মান নিয়ে অসন্তোষ? জেলাশাসক-বিডিও-এসডিওদের সতর্ক করলেন মুখ্যসচিব

মজদুর, পিওন, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ একাধিক পদ ছিল। প্রতি পোস্টের জন্য আলাদা আলাদা রেট চার্ট ছিল। তাই এবার জেলে গিয়ে সিবিআই অয়ন শিলকে জেরা করে বয়ান রেকর্ড করল। অন্যদিকে, পুরসভা দুর্নীতিতে ইসিআইআর (যা হল fir)  করে কোমর বেঁধে নামছে ইডিও।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

ARPITA HAZRA

বাংলা খবর/ খবর/কলকাতা/
পুরসভায় চাকরিতেও বিরাট দুর্নীতি! চার ঘণ্টার 'ঝড়' সামলে কেঁদে ফেলল অয়ন শীল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল