West Bengal Chief Secretary: কাজের মান নিয়ে অসন্তোষ? জেলাশাসক-বিডিও-এসডিওদের সতর্ক করলেন মুখ্যসচিব
- Published by:Raima Chakraborty
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
West Bengal Chief Secretary: প্রকল্পগুলি নিয়ে বিভিন্ন সংস্থা তদন্তে আসছে। গুণগত মান খারাপ হলে আপনারাও তদন্তের মুখোমুখি হতে পারেন। প্রশাসনিক কর্তাদের সতর্ক করলেন মুখ্যসচিব।
কলকাতা: বিভিন্ন প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখতে একের পর এক কেন্দ্রীয় টিম রাজ্যে এসেছে। শুধু তাই নয়, একশ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা একাধিক টিম এসেছে রাজ্যে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা থেকে শুরু করে কয়েকটি প্রকল্পের কাজের গুণগত মান নিয়েও কেন্দ্রীয় টিম সংশয় প্রকাশ করেছে।
এর জেরে কেন্দ্রীয় বরাদ্দ পেতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাজ্যকে। আর এবার তাই রাজ্যের প্রকল্পই হোক বা কেন্দ্রীয় প্রকল্পের কাজ, গুণগত মান বজায় রাখার জন্য মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী শনিবারের বৈঠক থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন। শনিবার কয়েকটি দফতরের কাজের অগ্রগতি নিয়ে মুখ্য সচিব জেলাশাসক, বিডিও, এসডিওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই ভার্চুয়াল বৈঠকে কাজের গুণগত মান নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সতর্ক করেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘কর্ণাটকের ফল বলে দিচ্ছে ওটা ট্রাবল ইঞ্জিন’, বিজেপিকে কড়া আক্রমণ অভিষেকের
নবান্ন সূত্রে খবর, বৈঠক চলাকালীন তিনি বলেন বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা তদন্তে আসছে। কাজের গুণগতমান সঠিক না থাকলে প্রয়োজনে তাদেরও ব্যক্তিগত ভাবে তদন্তের মুখোমুখি হতে পারে। তাই গোটা বিষয়টি নিয়ে নজর দেওয়ার প্রয়োজন বলেও শনিবারের বৈঠকে মন্তব্য করেন মুখ্যসচিব। এদিনের বৈঠকে স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে জনস্বাস্থ্য কারিগরি দফতর, পঞ্চায়েত দফতরের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। আলোচনাতেই সতর্ক করার পাশাপাশি ১০০ দিনের গ্রামীন কর্মসংস্থান প্রকল্পের জব কার্ড হোল্ডারদের বিভিন্ন দফতরের কাজ যাতে বাধ্যতামূলক ভাবে দেওয়া যায় তা নিয়েও বিশেষ নির্দেশ দেন মুখ্যসচিব।
advertisement
আরও পড়ুন: অভিষেকের সভার কাজ দেখে আর ফেরা হল না, মেমারিতে মর্মান্তিক পরিণতি তৃণমূলের শুভেন্দুর!
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ১০০ দিনের কাজের জব কার্ড হোল্ডারদের বিভিন্ন দফতরের কাজ দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন শনিবারে বৈঠকে মুখ্যসচিব নির্দেশ দেন যে, সমস্ত দফতরের কাজে শ্রমিকদের প্রয়োজন হচ্ছে সেই সমস্ত দফতর ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের সঙ্গে যুক্ত জব কার্ড হোল্ডারদের নিয়ে কাজ করবে। প্রসঙ্গত, কেন্দ্র একশ দিনের গ্রামীন কর্মসংস্থান প্রকল্পের টাকা বন্ধ রেখেছে। যা নিয়ে একাধিকবার সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার মুখ্যসূচি সেই নির্দেশকে বাধ্যতামূলক ভাবে পালন করার জন্য কার্যত নির্দেশই দিয়ে দিল। শনিবার জল স্বপ্ন থেকে শুরু করে রাস্তাশ্রী-সহ একাধিক প্রকল্পে পর্যালোচনা করেন মুখ্যসচিব।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2023 12:18 PM IST