TRENDING:

OMR Sheet: ওএমআর শিট প্রস্তুতকারকে তলব নিজামে, পাঁচ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ

Last Updated:

হাওড়ার বাসিন্দার ওএমআর শিট প্রস্তুতকারককে তলব করা হয়। সিবিআই তাঁকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হাওড়ার বাসিন্দার ওএমআর শিট প্রস্তুতকারককে তলব করা হয়েছে। প্রায় ঘন্টা পাঁচেক জিজ্ঞাসাবাদ করার পরে তাঁকে অব‍্যহতি দেওয়া হয়েছে। সিবিআই তাঁকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করে। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে।
ওএমআর শিট প্রস্তুতকারকে তলব নিজামে, পাঁচ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ
ওএমআর শিট প্রস্তুতকারকে তলব নিজামে, পাঁচ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ
advertisement

কিছুদিন আগে সিবিআই হাওড়ায় ওএমআর শিট প্রস্তুতকারকের বাড়িতে সিবিআই অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি অভিযান চলে। নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট বিকৃত করার তদন্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এবার সেই ওএমআর শিট প্রস্তুতকারক কৌশিক মাঝি তাঁকেই ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

আরও পড়ুন: ডেঙ্গি রুখতে একজোট ৪০০ ক্লাব! হাওড়া পুরসভার বিশেষ উদ‍্যোগ

advertisement

কার নির্দেশে এই এই ওএমআর বানানো হত? কত টাকার বরাত দেওয়া হয়েছিল? ওএমআরশিট  কত দিন ধরে বানানো হয়েছে?  তাঁর কি ভূমিকা ছিল? শুক্রবার সকাল থেকে প্রায় পাঁচ ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। প্রয়োজনে আবারও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই সিবিআই সূত্রে খবর।

নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে ওএমআর শিট সংক্রান্ত মামলায় নীলাদ্রি দাসকেও গ্রেপ্তার করা হয়েছিল। কিভাবে শিক্ষা দফতরের সঙ্গে যোগসাজস ছিল সে বিষয়ে সিবিআই আগেই বয়ান রেকর্ড করে। নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর সিট্ গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ওই ওএমআরে উপর ভিত্তি করেই নম্বর পায় চাকরি প্রাথীরা। ফলে ওএমআর শিট এর প্রস্তুতকারক যিনি তাঁর কি ভূমিকা ও কতখানি ইনভল্ভমেন্ট সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

advertisement

সিবিআই সূত্রে খবর, বেশ কিছু প্রশ্ন করা হয়। বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। পরবর্তীকালে চাইলে আবারো জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।  সিবিআইয়ের দাবী ওএমআর শিট প্রস্তুতকারকের কি ভূমিকা তা খতিয়ে দেখবে সিবিআই। তাঁকে নোটিশ দেওয়া হয়েছিল। ,

তাঁর বাড়িতে তল্লাশি করা হয়। ওএমআর শিট কার নির্দেশে প্রস্তুত হত? শিক্ষা দফতরের অধিকারিকদের সঙ্গে কোনও যোগাযোগ ছিল? ব্যাঙ্কিং কোনো লেনদেন ছিল ওএমআর শিট প্রস্তুতির ক্ষেত্রে? এসব বিষয়ে উত্তর খুঁজছেন সিবিআইয়ের গোয়েন্দারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রশিক্ষণ ছাড়াই পাওয়ার লিফটিংয়ে বাজিমাত! রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় তৃতীয় ভাস্কর
আরও দেখুন

ARPITA HAZRA

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
OMR Sheet: ওএমআর শিট প্রস্তুতকারকে তলব নিজামে, পাঁচ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল