কিছুদিন আগে সিবিআই হাওড়ায় ওএমআর শিট প্রস্তুতকারকের বাড়িতে সিবিআই অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি অভিযান চলে। নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট বিকৃত করার তদন্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এবার সেই ওএমআর শিট প্রস্তুতকারক কৌশিক মাঝি তাঁকেই ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
আরও পড়ুন: ডেঙ্গি রুখতে একজোট ৪০০ ক্লাব! হাওড়া পুরসভার বিশেষ উদ্যোগ
advertisement
কার নির্দেশে এই এই ওএমআর বানানো হত? কত টাকার বরাত দেওয়া হয়েছিল? ওএমআরশিট কত দিন ধরে বানানো হয়েছে? তাঁর কি ভূমিকা ছিল? শুক্রবার সকাল থেকে প্রায় পাঁচ ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। প্রয়োজনে আবারও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই সিবিআই সূত্রে খবর।
নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে ওএমআর শিট সংক্রান্ত মামলায় নীলাদ্রি দাসকেও গ্রেপ্তার করা হয়েছিল। কিভাবে শিক্ষা দফতরের সঙ্গে যোগসাজস ছিল সে বিষয়ে সিবিআই আগেই বয়ান রেকর্ড করে। নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর সিট্ গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ওই ওএমআরে উপর ভিত্তি করেই নম্বর পায় চাকরি প্রাথীরা। ফলে ওএমআর শিট এর প্রস্তুতকারক যিনি তাঁর কি ভূমিকা ও কতখানি ইনভল্ভমেন্ট সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
সিবিআই সূত্রে খবর, বেশ কিছু প্রশ্ন করা হয়। বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। পরবর্তীকালে চাইলে আবারো জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। সিবিআইয়ের দাবী ওএমআর শিট প্রস্তুতকারকের কি ভূমিকা তা খতিয়ে দেখবে সিবিআই। তাঁকে নোটিশ দেওয়া হয়েছিল। ,
তাঁর বাড়িতে তল্লাশি করা হয়। ওএমআর শিট কার নির্দেশে প্রস্তুত হত? শিক্ষা দফতরের অধিকারিকদের সঙ্গে কোনও যোগাযোগ ছিল? ব্যাঙ্কিং কোনো লেনদেন ছিল ওএমআর শিট প্রস্তুতির ক্ষেত্রে? এসব বিষয়ে উত্তর খুঁজছেন সিবিআইয়ের গোয়েন্দারা।
ARPITA HAZRA