Howrah News: ডেঙ্গি রুখতে একজোট ৪০০ ক্লাব! হাওড়া পুরসভার বিশেষ উদ্যোগ
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
Last Updated:
ডেঙ্গি রুখতে হাওড়া পুরসভা ৪০০ ক্লাব সংগঠনকে নিয়ে নয়া অভিযান ব্যানার পোস্টার র্যালির মাধ্যমে সচেতনতার বার্তা
হাওড়া: ডেঙ্গি রুখতে প্রায় ৪০০ ক্লাব প্রতিষ্ঠানকে নিয়ে আলোচনা। ডেঙ্গি প্রতিরোধে এবার যুগান্তকারী পদক্ষেপ হাওড়া পুরসভার। ডেঙ্গি সচেতনতা বৃদ্ধি করতে হাওড়া পুর এলাকার রেজিস্ট্রিকৃত প্রায় চারশোটি ক্লাবকে যুক্ত করে ডেঙ্গি দমনে নয়া অভিযান হাওড়া পুরসভার।
শনিবার ক্লাব প্রতিনিধিদের নিয়ে হাওড়ার শরৎ সদনে একটি বৈঠক হাওড়া পুরসভার। ক্লাব গুলিকে পুজোর সময় এবং তার আগেই ডেঙ্গি সচেতনতা নিয়ে প্রচার অভিযান করার নির্দেশ বা পরামর্শ। এর মধ্যে যে সমস্ত ক্লাব দুর্গাপুজোর সঙ্গে যুক্ত, তারা পুজো মণ্ডপের সামনে ডেঙ্গি সচেতনতার বার্তায় প্রচার ব্যানার রাখার পরামর্শ।
advertisement
advertisement
এছাড়া অন্যান্য ক্লাবকেও ডেঙ্গি নিধনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহনের নির্দেশ। সাধারণ মানুষকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ফ্লেক্স ব্যানারের ব্যবহার। এছাড়াও বিভিন্ন ভাবে ডেঙ্গি সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। শুধু তাই নয় ডেঙ্গি নিধনে পরিবেশ পরিস্কার রাখতেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই কাজের সুবিধার্থে পুরসভার পক্ষ থেকে ক্লাবগুলিকে চেকের মাধ্যমে আর্থিক সহযোগিতা করবে।
advertisement
শনিবার হাওড়ার শরৎ সদনে এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রী সভার গুরুত্বপূর্ণ সদস্য অরূপ রায়, হাওড়ার জেলাশাষক, হাওড়া সিটি পুলিশ কমিশনার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পুরসভায় চেয়ারম্যান, পুরসভার কমিশনার-সহ অন্যান্যরা। এই বৈঠকে হাওড়া পুরসভার চারটি বিধানসভা যথা উত্তর হাওড়া, দক্ষিণ হাওড়া, মধ্য হাওড়া ও শিবপুরের প্রায় চারশোটি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
September 30, 2023 4:48 PM IST