হাঁসখালি কাণ্ডে প্রথম স্টেটাস রিপোর্টে আট জনের গ্রেফতারের কথা উল্লেখ ছিল বলে সিবিআই সূত্রে খবর। প্রসঙ্গত, চলতি বছরে এপ্রিল মাসে হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ করা হয়। অভিযোগ, হাঁসখালিতে এক নাবালিকাকে বন্ধুর বার্থডে পার্টিতে ডেকে নিয়ে গণধর্ষণ করা হয়। অভিযোগ, ব্রজ গোয়ালি ও তার দলবলের বিরুদ্ধে। এরপর নাবালিকা কোনো মতে বেরিয়ে আসেন। রাস্তা থেকে কয়েকজন বাড়িতে পৌঁছে দেন। অভিযোগ, ওই নাবালিকাকে হাসপাতালে যাতে না নিয়ে যাওয়া হয় তার জন্য হুমকি দেওয়া হয়। রাতে নাবালিকার মৃত্যু হয়।
advertisement
আরও পড়ুন: রাতে রাস্তা দিয়ে ফিরছিল মা-মেয়ে, তখনই বাসুদেবপুরে ঘটে গেল মারাত্মক ঘটনা!
পরিবারের অভিযোগ, ব্রজর দলবল তড়িঘড়ি দেহ পোড়ানোর জন্য চাপ দেয় মৃতের পরিবারকে বলে অভিযোগ। সেই ঘটনায় ব্রজ গোয়ালি ও প্রভাকর পোদ্দারকে জেলা পুলিশ গ্রেফতার করে। হাই কোর্টের নির্দেশে এরপর তদন্তভার হাতে নেয় সিবিআই। সেই ঘটনায় রঞ্জিত মল্লিককে গণ ধর্ষণ কাণ্ডে গ্রেফতার করে সিবিআই।
আরও পড়ুন: ভয়ঙ্কর খবর, কেরলে দুই শিশুর শরীরে মিলল নরভাইরাস! কী এই নতুন বিপদ?
এরপর ব্রজর বাবা তৃণমূল নেতা সমরেন্দ্র গোয়ালি সহ কয়েকজনকেপ্রমান লোপাট এবং পরিবারকে হুমকির অভিযোগে সিবিআই গ্রেফতার করে। সব মিলিয়ে মোট আট জন গ্রেফতার হয় এই ঘটনায়। ঘটনাস্থলে খোদ ডিআইজি সিআইডি অখিলেশ কুমার সিং, জয়েন্ট ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায় যান। নিগৃহিতার পরিবারের বয়ান রেকর্ড করা হয়। আশপাশের বাসিন্দাদের বয়ান রেকর্ড করা হয়। হাঁসখালিতে প্রথম স্ট্যাটাস রিপোর্ট সিবিআই দেয় গত ২ মে। এবার সেই ঘটনায় দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট লিখিত আকারে আগামী সোমবার জমা দেবে সিবিআই আধিকারিকরা।