সিবিআই সূত্রে খবর, মোট আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য তাদের হাতে এসেছে৷ এই অ্যাকাউন্টগুলিতে ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে মোট ১৬ কোটি ৪৫ লক্ষ টাকা জমা পড়েছে৷ যে তিনটি ব্যাঙ্কে এই অ্যাকাউন্টগুলি ছিল, তার মধ্যে দু'টি রাষ্ট্রায়ত্ত এবং একটি বেসরকারি ব্যাঙ্ক রয়েছে৷ নিয়ম মেনে এই টাকা জমা পড়েছিল কি না, ব্যাঙ্কি আধিকারিকদের থেকে তা জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা৷
advertisement
আরও পড়ুন: বিজেপি নেতার মাতৃবিয়োগ, বাড়িতে গিয়ে সমবেদনা তৃণমূল বিধায়কের! বঙ্গ রাজনীতিতে বিরল সৌজন্য
গরু পাচারের বেআইনি কারবারের সূত্রেই অনুব্রত মণ্ডল নামে বেনামে বিপুল সম্পত্তির মালিক হয়েছিলেন বলে অভিযোগ সিবিআই এবং ইডি-র৷ সূত্রের খবর, যে অ্যাকাউন্টগুলিতে এই কোটি কোটি টাকা জমা পড়েছে সেগুলি অনুব্রত মণ্ডল, তাঁর প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল এবং মেয়ে সুকন্যা মণ্ডলের নামে ছিল৷
আরও পড়ুন:কেসের চাপে পক্ককেশ? তিন মাসেই 'বৃদ্ধ' হলেন কেষ্ট
এ ছাড়াও দু'টি সংস্থার নামেও অ্যাকাউন্ট রয়েছে৷ এই সংস্থা দু'টির মালিকানা কার হাতে রয়েছে, তা স্পষ্ট করেননি কেন্দ্রীয় গোয়েন্দারা৷ এ ছাড়াও অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের অ্যাকাউন্টেও মোটা টাকা জমা পড়েছিল৷
এই বিপুল পরিমাণ টাকার উৎস কী তা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ পাশাপাশি বিপুল পরিমাণ এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ম মেনে জমা পড়েছিল কি না, নিয়ম না মানা হলে সেক্ষেত্রে ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে অনুব্রত বা তাঁর ঘনিষ্ঠদের কোনও যোগসাজশ ছিল কি না,তাও খতিয়ে দেখা হচ্ছে৷