TRENDING:

নারদ তদন্তে ফুটেজ নিয়ে আরও বিপাকে CBI

Last Updated:

জটিলতা মেটাতে প্রযুক্তিবিদদের সহায়তা প্রয়োজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নারদ তদন্ত আরও জটিল। স্টিং-এ ব্যবহৃত ম্যাথু স্যামুয়েলের আইফোন ফোর-এসের দুটি IMEI নম্বর। ডুয়াল সিমেও দুটি আলাদা ক্রম সংখ্যা। যে জটিলতা মেটাতে প্রযুক্তিবিদদের সহায়তা প্রয়োজন। ম্যাথুর সঙ্গেও কথা বলতে চায় সিবিআই।
advertisement

২৬-এর গেরোয় আটকে CBI ৷ ফরেনসিক ল্যাবে খোলা যায়নি নারদ ডট কম-এর ২৬টি স্টিং ফুটেজ ৷ নিজস্ব সফটওয়্যার ব্যবহার করেও সেই ফুটেজ খোলা সম্ভব হয়নি ৷ অনুসন্ধানের সমস্ত অলিগলি ঘুরে তদন্ত গিয়ে আটকেছে ওই স্পেশাল ২৬ টি ফুটেজেই ৷

ফুটেজে দেখতে পাওয়া দৃশ্যের পিছনের সত্যতাটি কি? দুর্নীতি না ঘুষ? ওই ২৬টি ফুটেজের কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না CBI ৷ প্রয়োজনে ৫৭ ঘণ্টার ওই স্টিং ফুটেজকে আরও একবার ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর কথা ভাবছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ ফুটেজগুলি উদ্ধারের জন্য নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলেরও সাহায্য নিতে পারে সিবিআই ৷

advertisement

৭৩টির মধ্যে ২৬টি ক্লিপিংসের ফুটেজ খোলা যায়নি ৷ ম্যাথুর আই-ফোন থেকে ফুটেজ পেতে Mobill এডিট সফটওয়ার ব্যবহার করা হয় ৷ ৮.২ ভার্সেনের এই সফটওয়ার ১০০ টেট্রাবাইট পর্যন্ত তথ্য ট্রান্সফার করতে পারে ৷ পেন ড্রাইভ ও হার্ড ডিক্স থেকে ব্যবহার করা হয় এফটিকে ম্যানেজার (এনকেস ভার্সন) ৷

এখনও না খোলা ২৬টি ফুটেজে রয়েছে বহু গুরুত্বপূর্ণ তথ্য। শোভন চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ৷ মদন মিত্র ও শঙ্কু পান্ডার বিরুদ্ধে টাকা নেওয়া ও কথোপকথনের তথ্য সংরক্ষিত রয়েছে ওই ফুটেজে বলে দাবি ম্যাথুর ৷

advertisement

২৬টি ফুটেজে থাকা এইসব তথ্য না পাওয়া গেলে তদন্ত শেষ করা যাবে না। আদালতেও প্রশ্নের মুখে পড়তে হবে। অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে প্রমাণও দাখিল করা যাবে না ৷ নারদাকাণ্ড দুর্নীতি না ঘুষ তা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হবে ৷ কেন ফুটেজ খোলা গেল না, তা আদালতে ব্যাখ্যা দিতে হবে সিবিআইকে ৷

advertisement

বাধ্য হয়েই তাই ফুটেজ খুলতে ম্যাথুর সাহায্য নিতে পারে সিবিআই। প্রয়োজনে আরও একবার ফুটেজগুলি ফরেনসিক ল্যাবেও পাঠানো হতে পারে। যদিও তাতে লাভ কতটা , তা নিয়ে সংশয়ে সিবিআই গোয়েন্দারাই।

নারদ ডট কমের প্রকাশিত ৫৭ ঘণ্টার ফুটেজে বিভিন্ন নেতা ও মন্ত্রীদের যে টাকা আদানপ্রদানের ফুটেজ দেখা যায়, মামলা চলাকালীন তার সত্যতা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে ৷ অভিযুক্ত নেতামন্ত্রীদের তরফে আইনজীবীদের দাবি ছিল, ভিডিও ফুটেজ আসল নয় ৷ আদালত ভিডিও ফুটেজ পরীক্ষার জন্য ম্যাথু স্যামুয়েলের ল্যাপটপ, আইফোন সমস্ত কিছু চণ্ডীগড় সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (CFSL)-তে পাঠায় ৷ পরীক্ষার পর হাইকোর্টে ল্যাবের জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী ৭৩ টি ভিডিও ফু়টেজের মধ্যে ৪৭টি আসল এবং অবিকৃত ৷ বাকি ২৬টি ফুটেজ খোলা সম্ভব না হওয়ায় সেগুলি নিয়ে কোনও মন্তব্য করেনি হাইকোর্ট ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ইতিমধ্যে নারদ ফুটেজ পরীক্ষা করে ভিডিওতে দেখতে পাওয়া নেতা-মন্ত্রী ছাড়াও আরও বহু মানুষের নাম সামনে এসেছে ৷ তাদের মধ্যে রয়েছে বহু ব্যবসায়ী ও শাসকদলের দুই সাংসদের নামও ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের অনুমান, এরাও জড়িত নারদ কাণ্ডে ৷ তদন্তের স্বার্থে তাদেরও ডাকবে সিবিআই ৷ ডাকা হতে পারে তহেলকার কলকাতার কর্মীদেরও ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
নারদ তদন্তে ফুটেজ নিয়ে আরও বিপাকে CBI
Open in App
হোম
খবর
ফটো
লোকাল