সেক্ষেত্রে আদালত এই চার্জশিট গ্রহণ করবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও সিবিআই-এর দাবি ২ সপ্তাহ আগে সরকারের অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু আসেনি অনুমতি।
প্রসঙ্গত, সিবিআই-এর চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসএসএসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, এসএসসি-র প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার ও এসএসসি-র তৎকালীন প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্যের।
advertisement
আরও পড়ুন: আরও উন্নত ও গতিশীল ইন্টারনেট পরিষেবা, আজ ৫জি বিপ্লবের সাক্ষী হল দেশ
নিয়ম অনুযায়ী, সরকারি পদে থাকা কারও বিরুদ্ধে চার্জশিট পেশ করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। কিন্তু সিবিআই সূত্রে দাবি, এই ৬ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার ২ সপ্তাহ আগেই অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই অনুমতি মেলেনি বলে সিবিআই সূত্রে দাবি।
তাই সরকারের অনুমতি ছাড়াই সরকারি পদে থাকা ওই ৬ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। যদিও অনেকে মনে করছেন, এই চার্জশিট গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় বাধা পড়তে পারে। দুর্নীতি দমন আইনের ১৯ নম্বর ধারায় বলা হয়েছে, সরকারি পদে থাকা কারও বিরুদ্ধে চার্জশিট দিতে হলে সরকারের অনুমতি নিতেই হবে।