মাল্টিপল ফিক্সড ডিপোজিট ছাড়াও একাধিক সেভিংস অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। সেগুলি থেকে কখন কত টাকার লেনদেন হয়েছে, কোনও ডিজিটাল বা অনলাইনে হয়েছে কিনা, তা জানার চেষ্টা করছে সিবিআই।
আরও পড়ুন: আর নয় কেষ্ট, এবার তিন বিধানসভার সংগঠন দেখবেন পূর্ব বর্ধমান নেতৃত্ব
এদিকে, সাংগঠনিক ভাবে এবার অনুব্রত মণ্ডলকে নিয়ে সিদ্ধান্ত নিল তৃণমূল। সেই সূত্রেই ঠিক হয়েছে, পূর্ব বর্ধমানের তিন বিধানসভা কেন্দ্র দেখবেন নির্দিষ্ট জেলার জনপ্রতিনিধিরাই ৷ বীরভূম লাগোয়া তিন বিধানসভা কেন্দ্র আউশগ্রাম, কেতুগ্রাম ও মঙ্গলকোট বিধানসভা দেখবেন স্থানীয় নেতৃত্বরাই। বিশেষ করে নজর রাখবেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: নিশানায় এবার অভিষেক! নারদ কাণ্ড নিয়ে 'বিরাট' অভিযোগ শুভেন্দু অধিকারীর
সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বের তরফে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে জেলা নেতৃত্বকে। প্রসঙ্গত, বীরভূম লাগোয়া, পূর্ব বর্ধমানের এই তিন কেন্দ্র দেখভাল করতেন দীর্ঘ সময় ধরে অনুব্রত মণ্ডল। এর আগেও বিভিন্ন সময়ে তার এই কেন্দ্র দেখা নিয়ে নানা কথা উঠেছিল দলের অন্দরে৷ যদিও তাঁর ওপরেই শেষ মেষ ভরসা রেখেছিল দল ৷
আপাতত জেলে থাকা অনুব্রতের ভার লাঘব করে এই দায়িত্ব তুলে দেওয়া হল ওই জেলার হাতেই ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিষয়ে দীর্ঘ বৈঠক হয়েছে কলকাতায় ৷ সেখানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে সূত্রের খবর।