মামলাকারী আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি মামলা সূত্রে বলেন, পুলিশের নজরদারি সারা রাজ্যে কোথায়? সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে কী পদক্ষেপ রাজ্যের। লালবাতি গাড়ি নিয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়ে জনস্বার্থ মামলা করা হল। আগামী সপ্তাহে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা।
আরও পড়ুন: এই কারণগুলির জন্যই কংগ্রেস-প্রশান্ত কিশোর 'বিচ্ছেদ'! কী এমন চেয়েছিলেন এই ভোটকুশলী?
advertisement
এদিকে, একের পর এক তলব এড়ানোর পর এবার অনুব্রত মণ্ডলের পাসপোর্ট চেয়ে পাঠাল সিবিআই। গোয়েন্দা সংস্থার তরফে আধার, প্যান ও এপিক কার্ডও চেয়ে পাঠানো হয়েছে। বাকি নথিগুলি জমা দিলেও পাসপোর্ট জমা দেননি অনুব্রত। সিবিআইকে তিনি জানিয়েছেন, তাঁর কোনও পাসপোর্ট নেই। সিবিআইয়ের আশঙ্কা, জেরা এড়াতে বিদেশেও পালাতে পারেন বীরভূমের অনুব্রত মণ্ডল। সেজন্য তাঁর পাসপোর্ট চেয়ে পাঠান গোয়েন্দারা। কিন্তু অনুব্রতর দাবি, তাঁর কোনও পাসপোর্ট নেই।
আরও পড়ুন: খুদে পড়ুয়াদের সঙ্গে এতটা অমানবিক! প্রধান শিক্ষককে বেধড়ক মার অভিভাবকদের
এর পরই ভারতীয় বিমানপত্তন প্রাধিকরণ ও অভিবাসন দফতরকে বিমানবন্দরে অনুব্রতর গতিবিধির ওপর নজর রাখতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কোনও ভাবে অনুব্রত মণ্ডল বিদেশের কোনও বিমানে ওঠার চেষ্টা করলে সরাসরি তা সিবিআইকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।