আরও পড়ুন, ঠিক রাত বারোটা, এল একটি ফোন, বদলে গেল সব! হঠাৎ কার ‘কথায়’ গ্রেফতার জ্যোতিপ্রিয়?
আরও পড়ুন, সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়… বিশ্বকাপের মধ্যে এ কী বললেন ধোনি
স্টিকার দেওয়া গাড়ি মেয়ো রোডে পশ্চিম দিকে চলার অনুমতি রয়েছে। রেড রোড, লাভার্স লেন, ক্যুইন্স ওয়ে, পলাশি গেট, এসপ্ল্যানেড র্যাম্পে পুরোপুরি যান চলাচল বন্ধ থাকবে বেলা ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত। সকাল ৭টা থেকে বেলা ২টো পর্যন্ত প্রয়োজন মতো রেড রোডে যান নিয়ন্ত্রণ করা হবে।
advertisement
বেলা ১২ টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নো পার্কিং। নো পার্কিং জোনগুলি হল, গভর্মেন্ট প্লেস ওয়েস্ট বাউন্ড থেকে রানী রাসমণি এসপ্ল্যানেড রো ওয়েস্ট চৌরঙ্গি, জেএল নেহেরু রোড, ক্যাথিড্রাল রোড, ক্যুইন্স ওয়ে, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, বেন্টিঙ্ক রোডের ওয়েস্ট ফ্ল্যাঙ্ক থেকে সি আর অ্যাভিনিউ ও জি সি অ্যাভিনিউয়ের মধ্যে আরএন মুখার্জি রোডের দু’পাশে হেয়ার স্ট্রিট, ওল্ড কোর্ট হাউস ওয়েস্ট বাউন্ড।