TRENDING:

Carnival Traffic: কার্নিভালের জেরে একাধিক রাস্তায় বন্ধ গাড়ি চলাচল, কোনদিকে ভুলেও যাবেন না

Last Updated:

Carnival Traffic: এজেসি বোস রোড ক্রসিং থেকে উত্তর দিকে হসপিটাল রোডে বেলা ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কোনও ধরনের গাড়ি চলবে না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কার্নিভালের জন্য শহরে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা আজ বন্ধ থাকবে। বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। ফলে এদিন রাস্তায় নামার আগে এ বিষয়ে জেনে নেওয়া উচিত।এজেসি বোস রোডের এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোডে সমস্ত ধরনের পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। খিদিরপুর রোডের হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত কার্নিভালে অংশ নেওয়া গাড়ি ছাড়া সমস্ত ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে বেলা ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত। এজেসি বোস রোড ক্রসিং থেকে উত্তর দিকে হসপিটাল রোডে বেলা ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কোনও ধরনের গাড়ি চলবে না। শুধু কার্নিভালের গাড়িতে ছাড় দেওয়া হয়েছে।
দুর্গাপুজো কার্নিভাল। ফাইল ছবি
দুর্গাপুজো কার্নিভাল। ফাইল ছবি
advertisement

আরও পড়ুন, ঠিক রাত বারোটা, এল একটি ফোন, বদলে গেল সব! হঠাৎ কার ‘কথায়’ গ্রেফতার জ্যোতিপ্রিয়?

আরও পড়ুন, সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়… বিশ্বকাপের মধ্যে এ কী বললেন ধোনি

স্টিকার দেওয়া গাড়ি মেয়ো রোডে পশ্চিম দিকে চলার অনুমতি রয়েছে। রেড রোড, লাভার্স লেন, ক্যুইন্স ওয়ে, পলাশি গেট, এসপ্ল্যানেড র‍্যাম্পে পুরোপুরি যান চলাচল বন্ধ থাকবে বেলা ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত। সকাল ৭টা থেকে বেলা ২টো পর্যন্ত প্রয়োজন মতো রেড রোডে যান নিয়ন্ত্রণ করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বেলা ১২ টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নো পার্কিং। নো পার্কিং জোনগুলি হল, গভর্মেন্ট প্লেস ওয়েস্ট বাউন্ড থেকে রানী রাসমণি এসপ্ল্যানেড রো ওয়েস্ট চৌরঙ্গি, জেএল নেহেরু রোড, ক্যাথিড্রাল রোড, ক্যুইন্স ওয়ে, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, বেন্টিঙ্ক রোডের ওয়েস্ট ফ্ল্যাঙ্ক থেকে সি আর অ্যাভিনিউ ও জি সি অ্যাভিনিউয়ের মধ্যে আরএন মুখার্জি রোডের দু’পাশে হেয়ার স্ট্রিট, ওল্ড কোর্ট হাউস ওয়েস্ট বাউন্ড।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Carnival Traffic: কার্নিভালের জেরে একাধিক রাস্তায় বন্ধ গাড়ি চলাচল, কোনদিকে ভুলেও যাবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল