পরিবহণ দফতর সূত্রে খবর, এছাড়া মিটার ট্যাক্সির ধাঁচেও নামতে পারে বাণিজ্যিক ক্যাব। এর ফলে আগামী দিনে কোন সংস্থার ক্যাব তা রঙ অনুযায়ী বোঝা যাবে।
আরও পড়ুন: এই ২ নম্বর…! বিপজ্জনক ‘কল’…! নিমেষে খালি করে দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট .., নোট করে নিন!
বর্তমানে মিটার ট্যাক্সি চলে হলুদ রঙের। ওলা, উবের জাতীয় ক্যাব চলে সাদা রঙের। এবার রঙীন হতে চলেছে বাণিজ্যিক গাড়িও। ট্যাক্সি মানেই হলুদ এই ক্ষেত্রেও আসছে বদল। আগামী দিনে সাদা ট্যাক্সিও নামানো যাবে রাস্তায়।
advertisement
প্রসঙ্গত মাঝে এরকম গুজব শোনা যাচ্ছিল যে উঠে যাচ্ছে হলুদ ট্যাক্সি। যদিও আদতে শহর কলকাতা থেকে মোটেও হারিয়ে যাচ্ছে না হলুদ ট্যাক্সি। সে থাকছে এবং থাকবে। তবে, তার চেহারায় হয়তো বেশ কিছু বদল আসতে পারে। কারণ, রাজ্য সরকার স্থির করেছে, আগামী দিনে যেকোনও ‘লাইট কমার্শিয়াল ভেহিকল’কেই হলুদ রঙে রাঙানো যাবে! পশ্চিমবঙ্গ সরকার সেই অনুমোদন দিয়ে দিয়েছে।