TRENDING:

যত এগিয়ে আসছে ভোট, ততই বাড়ছে প্রচারের ঝাঁঝ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভোট আসছে...ঝাঁজ বাড়ছে প্রচারের। মন্দির, মসজিদে প্রার্থনা সেরে সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়ছেন প্রার্থীরা। কোথাও আদিবাসী নাচ-গানে রঙিন প্রচার। কোথাও খোল-করতালে জমজমাট জনসংযোগ। ভোটবাজার জমে উঠেছে প্রার্থীদের রকমারি প্রচারে।
advertisement

প্রার্থী সমন পাঠককে সঙ্গে নিয়ে শিলিগুড়ি পুরসভার দশ নম্বর ওয়ার্ডে ঘরে ঘরে প্রচার করেন অশোক ভট্টাচার্য। কালিয়গঞ্জের বয়রা কালীমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু রায়গঞ্জের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর। কালিয়াগঞ্জের বাঘন, বড়তলি, ঘনকৌল এলাকায় চলে প্রচার। নাম ঘোষণার পরই প্রচারে নেমে পড়েছেন মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী হুমায়ুন কবীর। চুনাখালি মোড়ে দেওয়াল-লিখন দিয়ে প্রচার শুরু। হরিহরপাড়ায় বাড়ি বাড়ি ঘুরে চলে জনসংযোগ।

advertisement

জঙ্গলমহলের সারেঙ্গায় প্রচারে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। আদিবাসী নাচ, ফুল-বৃষ্টিতে রঙিন প্রচার। । দলীয় কর্মীদের নিয়ে করেন কর্মীসভাও । সকাল সকাল জনসংযোগে বেড়িয়ে পড়েন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী শ্যামল সঁাতরা। জয়পুরের হেতিয়ায় খোল-করতাল বাজিয়ে চলে প্রচার। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে প্রণাম সেরে প্রচারে বেরোন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। ঠাকুরনগরের বাজার, স্টেশনে প্রচার চালান তিনি।

advertisement

আরও পড়ুনক্ষমতায় এলে নোটবন্দির পূর্ণাঙ্গ তদন্ত হবে, নির্বাচনী ইস্তেহারে ঘোষণা মমতার

খড়দহের বিভিন্ন এলাকায় জনসংযোগে ব্যস্ত ছিলেন দমদমের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। চিৎপুরের সর্বমঙ্গলা মন্দির ও আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ে প্রচারে যাদবপুরের সিিপএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বামনঘাটা বাজারে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে জনসংযোগ সারেন সিপিএমের আইনজীবী প্রার্থী।

advertisement

মজিলপুরের ধন্বন্তরী মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মীদের নিয়ে প্রচার শুরু করেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারী।দিন যত এগোচ্ছে, চড়ছে প্রচারের পারদ ।। সরগরম ভোটের বাজার.....এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ কোনও দল।

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
যত এগিয়ে আসছে ভোট, ততই বাড়ছে প্রচারের ঝাঁঝ