ক্ষমতায় এলে নোটবন্দির পূর্ণাঙ্গ তদন্ত হবে, নির্বাচনী ইস্তেহারে ঘোষণা মমতার
Last Updated:
সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস
#কলকাতা: ‘নোটবন্দি সর্বনাশ করেছে মানুষের ৷ কার স্বার্থে এই নোটবন্দি, তার তদন্ত চাই ৷’,নির্বাচনী আবহে আরও একবার নোটবন্দি নিয়ে সরব তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ক্ষমতায় এলে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন মমতা ৷
বুধবার ১২টি গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ করে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলা, ইংরেজি, হিন্দি, অলচিকি সহ ৬টি ভাষায় প্রকাশিত হল এই ইস্তেহার ৷ তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে প্রকাশিত ১২টি গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে অন্যতম নোটবন্দি ইস্যু ৷
২০১৬ সালের ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণায় রাতিরাতি বাতিল হয়ে যায় ৫০০ ও ১০০০ টাকার নোট ৷ নোট বাতিলের এই ঘটনার পর দেশের অর্থনীতিতে অন্তত ক্ষতিকর প্রভাব পড়েছে বলে অভিযোগ করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নোটবন্দির ফলে বন্ধ হয়ে গিয়েছে বহু মানুষের রুজিরুটি ৷ নগদের অভাবে ঝাঁপ টানতে বাধ্য হয়েছেন বহু ব্যবসায়ী ৷ দু’বছর পরেও দেশ সেই বিপর্যয় থেকে বেরতে পারেনি বলে অভিযোগ তৃণমূল নেত্রীর ৷ একইসঙ্গে তাঁর দাবি, কালো টাকাকে দেশে ফেরাতে নয়, বিশেষ কিছু মানুষকে সুবিধে করে দিতেই এই নোটবন্দি ৷
advertisement
advertisement
এছাড়াও ইস্তেহারে ১০০ দিনের কাজ ২০০ দিন করে দেওয়া সহ একাধিক দাবি তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস ৷ নেত্রীর কালীঘাটের বাড়িতে সাংবাদিক সম্মেলনে প্রকাশ করা হয় ২০১৯-এর এই নির্বাচনী ইস্তেহার ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 27, 2019 5:50 PM IST