স্নাতকস্তরের ফলের আগেই স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া শুরু করে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। কলা, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের আট হাজারেরও বেশি আসনে আবেদন গ্রহণ করা হবে। স্নাতক স্তরে চূড়ান্ত ফল প্রকাশিত হবে অগস্ট মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে। তার আগেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
স্নাতকোত্তর স্তরে ভর্তির ক্ষেত্রে আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে ২২ ও ২৪ জুলাই থেকে। বিজ্ঞান বিভাগে ১ অগাস্ট। কলা ও বাণিজ্য বিভাগে ৮ অগাস্ট পর্যন্ত আবেদন নেওয়া হবে। রেজিস্ট্রার দেবাশিস দাস বলেন, ‘‘হাইকোর্টের নির্দেশকে মান্যতা দেওয়া হয়েছে। যদি কোনও পরিবর্তন হয় আমরা ‘সুপার নিউমেরিক’ পোস্ট তৈরি করে ভর্তি করা হবে পড়ুয়াদের। অ্যাকাডেমিক ক্যালেন্ডার সঠিক রাখতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’’
advertisement
কলা এবং বাণিজ্য বিভাগ মিলিয়ে মোট আসন রয়েছে ৫৪২৫। তার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজ গুলিতে আসন রয়েছে ১,৯৬০। অর্থাৎ বিশ্ববিদ্যালয় আসন রয়েছে ৩৮৬৫। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা ১৩৭৯। বিশ্ববিদ্যালয় অনুমোদিত কলেজে আসন রয়েছে ১৪৬৮। সব মিলিয়ে বিভাগে মোট আসন ২৮৪৭।
কলা ও বাণিজ্য মিলিয়ে মোট ২৭ বিভাগ রয়েছে। বিশ্ববিদ্যালয় অনুমোদিত ২৫ কলেজে স্নাতকোত্তর পড়ানো হয়ে থাকে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় ৩৫টি বিষয়। বিশ্ববিদ্যালয় অনুমোদিত কলেজে পড়ানো হয় ৫১ বিষয়।