TRENDING:

Calcutta Medical College: স্ত্রী রোগের বিশেষ ক্লিনিক চালু হতে চলেছে কলকাতা মেডিক্যাল কলেজে 

Last Updated:

রাজ্যে এই প্রথম যৌথভাবে চালু হতে চলেছে 'ইউরোগায়নোকলজি অ্যান্ড ফিমেল ইউরোলজি ক্লিনিক'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওঙ্কার সরকার, কলকাতা: নতুন বিভাগ আসতে চলেছে কলকাতা মেডিক‌্যাল কলেজ ও হাসপাতালে। স্ত্রী রোগের উপর বিশেষ নজর দিয়ে মার্চ মাসের ২৫ তারিখ থেকে এই বিভাগ শুরু হওয়ার সম্ভাবনা। রাজ্যে এই প্রথম যৌথভাবে চালু হতে চলেছে 'ইউরোগায়নোকলজি অ্যান্ড ফিমেল ইউরোলজি ক্লিনিক'।
স্ত্রী রোগের বিশেষ ক্লিনিক চালু হতে চলেছে কলকাতা মেডিক্যাল কলেজে 
স্ত্রী রোগের বিশেষ ক্লিনিক চালু হতে চলেছে কলকাতা মেডিক্যাল কলেজে 
advertisement

স্ত্রী রোগের বিভিন্ন সমস্যার মধ্যে বড় সমস্যা হল প্রস্রাবের নানান ইনফেকশন বা সংক্রমণ। সেই কারণকে মাথায় রেখেই এই নতুন ক্লিনিকের পরিকল্পনা। চিকিৎসকদের মতে বর্তমানে এই ধরণের সমস্যা মহিলাদের বেশি দেখা যায়। প্রতি শনিবার বসবে এই নতুন ক্লিনিক গ্রিন বিল্ডিংয়ের চার নম্বর ঘরে।

আরও পড়ুন- এবার হাতের নাগালেই কলকাতা ! পুরুলিয়ার থেকে বিমান ওড়া শুধু সময়ের অপেক্ষা

advertisement

এই সম্পর্কে কলেজের অধ্যক্ষ ডা. ইন্দ্রনীল বিশ্বাস বলেন, ‘‘মহিলাদের এই সংক্রান্ত সমস্যা সমাধানে সপ্তাহে একদিন এই ক্লিনিক বসবে। রোগীর ভিড় অনুযায়ী পরবর্তী সময়ে দিন আরও বাড়ানোর কথা ভাবা হবে।’’ এই বিষয়ে ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সুনির্মল চৌধুরী বলেন, ‘‘একইসঙ্গে এই দুই সমস্যার সমাধানে এই ধরনের ক্লিনিক রাজ্যে প্রথম। অন্য হাসপাতালে এই ধরনের ক্লিনিক আলাদাভাবে আছে।’’

advertisement

বিষয়টি নিয়ে বলতে গিয়ে স্ত্রী রোগ বিভাগের প্রধান প্রফেসর ডা. স্বপন জানা বলেন, ‘‘বহু মহিলা আমাদের কাছে আসেন প্রস্রাব সংক্রান্ত নানা সমস্যা নিয়ে। আমরা ইউরোলজি বিভাগে পাঠাই। এবার যেহেতু একইসঙ্গে এই দুই ক্লিনিক চলবে তার ফলে দ্রুত রোগ নির্ণয়ের সঙ্গে চিকিৎসাও চালু করা যাবে।’’ তিনি  ছাড়াও গায়নোকোলজি বিভাগের আরেক চিকিৎসক ডা. ইন্দ্রানী দাস এই ক্লিনিকের সঙ্গে যুক্ত থাকবেন।

advertisement

আরও পড়ুন- এক সময় টিভির পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন! কিন্তু তা সত্ত্বেও কাজ পাচ্ছেন না কঙ্গনা রানাউতের সহ-অভিনেত্রী

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ক্লিনিক সম্পর্কে ইউরোলজির বিভাগীয় প্রধান জানিয়েছেন, প্রস্রাবের নানারকম সমস্যা যেমন ঘনঘন প্রস্রাব পাওয়া বা প্রস্রাব ধরে রাখতে না পারা, জরায়ু নীচের দিকে নেমে আসা-সহ বহুরকম সমস্যায় মহিলারা ভোগেন। বেসরকারি ক্ষেত্রে এই ধরনের চিকিৎসা বেশ ব্যয়বহুল। এখানে সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা পাওয়া যাবে। এই ক্লিনিকে অস্ত্রোপচারও করা হবে। সেক্ষেত্রে ইউরোলজি এবং গায়নোকোলজি বিভাগের চিকিৎসকরা একসঙ্গেই এই অস্ত্রোপচার করবেন। চিকিৎসকদের অনুমান এই ক্লিনিক শুরু হলে উপকৃত হবেন বহু মহিলা। বিভিন্ন বয়সের মহিলারা এই সমস্যায় ভোগেন। তাই যত দ্রুত তার সমাধান হবে তাতেই সুবিধা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta Medical College: স্ত্রী রোগের বিশেষ ক্লিনিক চালু হতে চলেছে কলকাতা মেডিক্যাল কলেজে 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল