TRENDING:

SSC: এসএসসি গ্রুপ ডি-র ৫৭৩টি ভুয়ো নিয়োগ বাতিল, বেতন পুনরুদ্ধারের নির্দেশ হাইকোর্টের

Last Updated:

শুধু নিয়োগ বাতিলের নির্দেশ নয়, এই ৫৭৩ জন বেতন বাবদ যে টাকা এতদিন নিয়েছেন, তাও পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court Order on SSC Group D Recruitment)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এসএসসি গ্রুপ ডি-তে (SSC Group D) ভুয়ো নিয়োগ মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ ৫৭৩টি ভুয়ো নিয়োগ বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷ গ্রুপ ডি-র নিয়োগ অনিয়ম, দুর্নীতিতে ভরা বলেও এ দিন ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
হাইকোর্টের নির্দেশ
হাইকোর্টের নির্দেশ
advertisement

শুধু নিয়োগ বাতিলের নির্দেশ নয়, এই ৫৭৩ জন বেতন বাবদ যে টাকা এতদিন নিয়েছেন, তাও পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ কারণ জনগণের দেওয়া করের টাকাতেই ভুয়ো নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া প্রত্যেকের বেতন হয়েছে বলেও মন্তব্য করেন ক্ষুব্ধ বিচারপতি৷ কীভাবে টাকা পুনরুদ্ধার হবে, তা প্রতিটি জেলার স্কুল পরিদর্শকরাই ঠিক করবেন বলে জানিয়েছে হাইকোর্ট৷

advertisement

আরও পড়ুন: চার পুরনিগমের ভোট নিয়ে স্বস্তি, আদালত অবমাননার মামলা খারিজ হাইকোর্টের

মামলাকারীদের অভিযোগ ছিল, ২০১৯ সালের মে মাসে এসএসসি গ্রুপ ডি-র মেধা তালিকার মেয়াদ শেষ হয়েছে৷ মেয়াদ পেরনোর পরেও রাজ্যের বিভিন্ন স্কুলে অসংখ্য নিয়োগ হয়েছে বলে অভিযোগ৷ এই সংক্রান্ত প্রায় এক হাজার অভিযোগ শুধুমাত্র কলকাতা হাইকোর্টেই দায়ের হয়েছে৷

advertisement

আরও পড়ুন: উৎসশ্রী পোর্টাল বদলি মামলায় নজিরবিহীন নির্দেশ, অনিয়মের রহস্যভেদে CID তদন্তের হুঁশিয়ারি হাইকোর্টের

এসএসসি-র তরফেই মামলার শুনানি চলাকালীন হাইকোর্টে হলফনামা দিয়ে জানানো হয়, ২০১৯ সালের মে মাসের পর তারা একজন চাকরিপ্রার্থীর নিয়োগের জন্যও সুপারিশ করেনি৷

এই হলফনামার উল্লেখ করে এ দিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, এসএসসি যেখানে হলফনামায় এই দাবি করছে, সেখানে ভুয়ো নিয়োগের অভিযোগের সত্যতা নিয়ে সংশয় প্রকাশের অবকাশই থাকে না৷ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর যদি কোনও নিয়োগ হয়ে থাকে তাহলে তা বেআইনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ভুয়ো নিয়োগের অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফে একটি বিচারবিভাগীয় অনুসন্ধান কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল৷ সেই অনুসন্ধান কমিটিকেও ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC: এসএসসি গ্রুপ ডি-র ৫৭৩টি ভুয়ো নিয়োগ বাতিল, বেতন পুনরুদ্ধারের নির্দেশ হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল