TRENDING:

Calcutta High Court: ৬ ভুল প্রশ্নে মিলবে সম্পূর্ণ নম্বর, ২০১৪-র টেট নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

Last Updated:

Calcutta High Court: ২০১৪ সালে টেট ৬ প্রশ্ন ভুল মামলার রায় ঘোষণা করল বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০১৪ সালের টেট পরীক্ষায় ৬ ভুল প্রশ্ন মামলায় বড় রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। টেটের ওই পরীক্ষায় ৬ ভুল প্রশ্নে যদি পরীক্ষার্থীরা উত্তর দেওয়ার চেষ্টা করেন, তাহলে পরীক্ষার্থীরা সম্পূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ২০১৮ সালে এই মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, শুধুমাত্র মামলাকারীরাই ৬ ভুল প্রশ্নে সম্পূর্ণ নম্বর পাবেন। কিন্তু এদিন ডিভিশন বেঞ্চের নির্দেশে এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করা সমস্ত টেট পরীক্ষার্থীই সম্পূর্ম উত্তর পাবেন।
advertisement

এদিন ২০১৪ সালে টেট ৬ প্রশ্ন ভুল মামলার রায় ঘোষণা করল বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চের। প্রসঙ্গত, ২০১৪ সালের টেট পরীক্ষা ২০১৫ সালে হয়। পরীক্ষার জন্য আবেদন করেন ২২ লক্ষ। পরীক্ষায় বসেন ১২ লক্ষ। টেট উত্তীর্ণ হন ১.২৫ লক্ষ।

এদের মধ্যে ১০-১২ টি প্রশ্ন চ্যালেঞ্জ করে মামলা করেন প্রতিভা মণ্ডল সহ অনেক পরীক্ষার্থী। ২০১৮ সালের অক্টোবরে ওই মামলায় ৬ প্রশ্ন ভুল রায় দেয় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। শুধুমাত্র, মামলাকারীরাই ৬ প্রশ্ন ভুলে নম্বর পাবে রায় দেয় সিঙ্গেল বেঞ্চ। ৬ প্রশ্ন ভুলে নম্বর কেন সকল পরীক্ষার্থী পাবেন না, এই নিয়ে মামলা যায় ডিভিশন বেঞ্চে।

advertisement

আরও পড়ুন, বড় অভিযানে ইডি, ১৫ জায়গায় রেইড! এখনও পর্যন্ত বাজেয়াপ্ত ২০০ কোটির বেশি সম্পত্তি

আরও পড়ুন, 'দ্য ডিপেস্ট সাবওয়ে মেট্রো' স্টেশন! কবে থেকে চালু হাওড়া-শিয়ালদহ মেট্রো? বড় খবর

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্ট বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

সেই মামলাতেই ডিভিশন বেঞ্চ প্রত্যেক পরীক্ষার্থীকে ৬ প্রশ্ন ভুলে সম্পূর্ণ নম্বর দেওয়ার নির্দেশ দেয়। বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চ এদিন এই নির্দেশ দেন। এর জেরে টেট ২০১৪ রেজাল্ট আমূল বদলে যাওয়ার সম্ভাবনা। প্রাথমিক শিক্ষা পর্ষদ সচিবকে আদালতের নির্দেশ, সকল পরীক্ষার্থীকে ৬ প্রশ্ন ভুলে সম্পূর্ণ নম্বর দিয়ে পদক্ষেপ করতে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High Court: ৬ ভুল প্রশ্নে মিলবে সম্পূর্ণ নম্বর, ২০১৪-র টেট নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল