এদিন ২০১৪ সালে টেট ৬ প্রশ্ন ভুল মামলার রায় ঘোষণা করল বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চের। প্রসঙ্গত, ২০১৪ সালের টেট পরীক্ষা ২০১৫ সালে হয়। পরীক্ষার জন্য আবেদন করেন ২২ লক্ষ। পরীক্ষায় বসেন ১২ লক্ষ। টেট উত্তীর্ণ হন ১.২৫ লক্ষ।
এদের মধ্যে ১০-১২ টি প্রশ্ন চ্যালেঞ্জ করে মামলা করেন প্রতিভা মণ্ডল সহ অনেক পরীক্ষার্থী। ২০১৮ সালের অক্টোবরে ওই মামলায় ৬ প্রশ্ন ভুল রায় দেয় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। শুধুমাত্র, মামলাকারীরাই ৬ প্রশ্ন ভুলে নম্বর পাবে রায় দেয় সিঙ্গেল বেঞ্চ। ৬ প্রশ্ন ভুলে নম্বর কেন সকল পরীক্ষার্থী পাবেন না, এই নিয়ে মামলা যায় ডিভিশন বেঞ্চে।
advertisement
আরও পড়ুন, বড় অভিযানে ইডি, ১৫ জায়গায় রেইড! এখনও পর্যন্ত বাজেয়াপ্ত ২০০ কোটির বেশি সম্পত্তি
আরও পড়ুন, 'দ্য ডিপেস্ট সাবওয়ে মেট্রো' স্টেশন! কবে থেকে চালু হাওড়া-শিয়ালদহ মেট্রো? বড় খবর
সেই মামলাতেই ডিভিশন বেঞ্চ প্রত্যেক পরীক্ষার্থীকে ৬ প্রশ্ন ভুলে সম্পূর্ণ নম্বর দেওয়ার নির্দেশ দেয়। বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চ এদিন এই নির্দেশ দেন। এর জেরে টেট ২০১৪ রেজাল্ট আমূল বদলে যাওয়ার সম্ভাবনা। প্রাথমিক শিক্ষা পর্ষদ সচিবকে আদালতের নির্দেশ, সকল পরীক্ষার্থীকে ৬ প্রশ্ন ভুলে সম্পূর্ণ নম্বর দিয়ে পদক্ষেপ করতে।