আরও পড়ুন: পুরভোট সামলাতে পারবে কলকাতা পুলিশই, বললেন কমিশনার
এই নির্দেশের পর বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, "বিচারবিভাগকে নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে স্বাভাবিক ভাবেই আমরা এই রায়ে সন্তুষ্ট নই। পশ্চিমবঙ্গের মানুষ মনে করেন, পুলিশকে দিয়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। যেখানে প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়ে গিয়েছে। প্রশাসন, দল, নেতানেত্রী মিলেমিশে গিয়েছে। তাই আমরা মনে করি, এই পুলিশ দিয়ে অবাধে নির্বাচন হওয়া সম্ভব নয়।" এই রাযের পরেই বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী চেয়ে একক বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করা হবে। ডিভিশন বেঞ্চে যাবে বিজেপি। আজই ডিভিশন বেঞ্চে আবেদন করা হবে। বিচারপতি রাজাশেখর মান্থা বেঞ্চের নির্দেশে ক্ষুব্ধ দল।
advertisement
তৃণমূল নেতা কুণাল ঘোষ এই নিয়ে বলেন, "নাচতে না জানলে উঠোন বাঁকা। কেন্দ্রীয় বাহিনী নিয়ে তো বিধানসভা নির্বাচন করেছিল, কী হল! প্রার্থী নেই, লোকজন নেই, কর্মী নেই, মানুষের সঙ্গে থাকার কোনও মানসিকতা নেই ওদের। বিজেপির নেতা তথাগত রায় বলছেন কামিনী কাঞ্চন দিয়ে বিজেপি চলছে, এদের আবার বড়বড় কথা। ওরা বরং রাষ্ট্রসংঘে যাক।"
Arnab Hazra