জনস্বার্থ মামলা খারিজ করে জানালো কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। সারদা মামলার তদন্ত যেহেতু সিবিআই করছে, তাই এই মামলার তদন্ত ভারও সিবিআই-কেই দেওয়া হোক৷ এমনই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস৷ যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট৷
advertisement
জেলে থাকাকালীনই সারদা কর্তা সুদীপ্ত সেন চিঠি লিখে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন৷ এই অভিযোগ তুলে আদালতকে চিঠিও দেন তিনি৷ সেই চিঠির ভিত্তিতেই তদন্তে নামে রাজ্য পুলিশ৷ অভিযোগ দায়ের হয় কাঁথি থানায়৷
যেহেতু সিবিআই সারদার মূল মামলার তদন্ত করছে, তাই এই মামলার ভারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতেই দেওয়ার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস৷ সেই মামলাই আজ খারিজ করে দিল হাইকোর্ট৷