এ দিন আদালতে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর স্কুল শিক্ষিকা হিসেবে নিয়োগের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ ওঠে৷ একাদশ- দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় মন্ত্রীর মেয়ের নিয়োগে বেনিয়মের অভিযোগ আসে আদালতের সামনে৷ অঙ্কিতা অধিকারী এসএসসি-র মৌখিক পরীক্ষায় না বসেই চাকরি পেয়েছেন বলে মামলাকারীর অভিযোগ৷ মামলাকারী যেখানে লিখিত পরীক্ষায় ৭৭ নম্বর পেয়েছেন, সেখানে মন্ত্রীর মেয়ে ৬১ নম্বর পেয়েই চাকরি পেয়েছেন বলে অভিযোগ৷
advertisement
এই ঘটনায় এ দিনই সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, অনুসন্ধান শেষে প্রয়োজনে পূর্ণাঙ্গ তদন্ত করবে সিবিআই৷
পাশাপাশি পর্যবেক্ষণে বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও জানান, মেয়ের নিয়োগে প্রভাব খাটিয়েছেন তা প্রমাণিত হলে পরেশ অধিকারীর পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ পরেশ অধিকারীর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ প্রমাণিত হলে তাঁকে যাতে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, সেই সুপারিশ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছেও পাঠানো হবে বলে নির্দেশনামায় উল্লেখ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
বাম আমলের খাদ্য মন্ত্রী পরেশ অধিকারী রাজ্যে পরিবর্তনের পর তৃণমূলে যোগ দেন৷ বর্তমানে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী তিনি৷