এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিজেপিকে সভা করার অনুমতি দেন। তিনি নির্দেশ দেন, শর্তসাপেক্ষে সভার অনুমতি দিতে হবে পুলিশকে। তবে শর্ত কী হবে তা ঠিক করা হবে পরবর্তী শুনানি। আগামী ২২ নভেম্বর দুপুর ৩টে এই মামলার পরবর্তী শুনানি।
প্রসঙ্গত, ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ২০১৪ সালে যেখানে সভা করে বিজেপি। এবার সিআর এভিনিউ ও বেন্টিংক স্ট্রিট সংযোগস্থলে সভা করতে চায় বিজেপি।
advertisement
গেরুয়া শিবিরের অভিযোগ, ১৮ অক্টোবর সভার অনুমতি চাইলেও ১৯ অক্টোবর বাতিল করে কলকাতা পুলিশ। ফের চলতি মাসের ৬ তারিখ আবেদন করা হয়। কিন্তু ফের তা বাতিল করা হয়। হাতে করে আবেদনপত্রে পাঠালেও তা বাতিল করা হয়।
আরও পড়ুন, সিরাজের চোখে জল, টুপি দিয়ে মুখ ঢাকলেন বিরাট, ফাইনাল হারের পর বিধ্বস্ত টিম ইন্ডিয়া
আরও পড়ুন, শিল্পের জন্য জমি পাওয়ার রাস্তা আরও সহজ, সিঙ্গল উইন্ডো সিস্টেমে জোর রাজ্যের
পাল্টা রাজ্যের আইনজীবী বলেন, ‘সিস্টেম জেনারেটেড ই-মেইল সিস্টেম থেকে বাতিলের প্রত্যুত্তর গেছে।’ তা শুনে বিচারপতি প্রশ্ন করেন, “২৪ ঘন্টার মধ্যে যুগ্ম কমিশনারের দফতরের থেকে কীভাবে সভা বাতিলের প্রত্যুত্তর?”
বিচারপতি আরও বলেন, ‘আমাদের দেশ স্বাধীন, মানুষ যেখানে মন চায় সেখানে যেতে পারে। সবার সমানাধিকার থাকা উচিত। প্রসঙ্গত, বিজেপির এই সভায় উপস্থিত থাকার সম্ভাবনা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহেরও।