TRENDING:

Calcutta high Court: বিস্ফোরক অভিযোগে বিদ্ধ স্বয়ং আইনজীবী, কলকাতা হাই কোর্টে নজিরবিহীন ঘটনা!

Last Updated:

Calcutta high Court: বারবার তথ্য গোপন করে হাইকোর্টকে বিপথগামী করার অভিযোগ অরিন্দম রায়ের বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ঘটনা। আইনজীবী অরিন্দম রায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরুর নির্দেশ রেজিস্ট্রার জেনারেলকে। পাশাপাশি বার কাউন্সিলকে ওই আইনজীবীর কাজের তদন্ত করতে হবে। নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। বারবার তথ্য গোপন করে হাইকোর্টকে বিপথগামী করার অভিযোগ অরিন্দম রায়ের বিরুদ্ধে।
advertisement

আইনজীবী অরিন্দম রায় আদালত থেকে জামিন সংক্রান্ত মামলায় জামিন পেতে কৌশলে বিভিন্ন নথি আদালতে পেশ করেন। একটি মামলাকে সামনে রেখে অন্য একটি মামলায় জামিন পান। বিষয়টি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নজরে আসে। বিচারপতি দেবাংশু বসাক মন্তব্য করেন, "আইনজীবী আদালতকে বিভ্রান্ত করেছে। এটি শাস্তিযোগ্য অপরাধ।"

আরও পড়ুন: 'আমি নিরাপদে নেই', প্রবল চাপের মুখে তোলপাড় অনুব্রত মণ্ডলের! গেল না দুশ্চিন্তাও

advertisement

বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিতে গিয়ে উল্লেখ করে:

১) আদালতকে বিভ্রান্ত করার জন্য এর আগে বিচারপতি সৌমেন সেন এই আইনজীবীকে সতর্ক করেছিলেন।

২) একই কারণের জন্য বিচারপতি হরিশ ট্যান্ডন তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন।

আদালত নির্দেশিকায় উল্লেখ করেছে এরপরেও ওই আইনজীবীর সম্বিত ফেরেনি।

আরও পড়ুন: নন্দীগ্রামে বিরাট আতঙ্ক, সামসাবাদে ঘরের বাইরে বেরোতেই ভয় সকলের! কী ঘটছে জানুন...

advertisement

তাই আজ আদালতের নির্দেশ:

১) জালিয়াতির দায়ে অরিন্দম রায়ের বিরুদ্ধে রেজিস্ট্রার জেনারেল ফৌজদারি আইনে ব্যবস্থা গ্রহণ করবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

২) বার কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয়েছে, অরিন্দম রায়ের বিরুদ্ধে তাঁর এই কাজের জন্য তদন্ত করবে এবং বার কাউন্সিল উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta high Court: বিস্ফোরক অভিযোগে বিদ্ধ স্বয়ং আইনজীবী, কলকাতা হাই কোর্টে নজিরবিহীন ঘটনা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল