রাজ্যের প্রাণীজ সম্পদ দফতরের অধিকর্তা, কেন্দ্রের অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড সদস্য এবং এক স্বেচ্ছাসেবি সংগঠনের প্রতিনিধি, জনস্বার্থ মামলাকারীর প্রতিনিধি এই কমিটিতে থাকবেন। এই চার সদস্যদের নিয়ে গঠিত কমিটি রিপোর্ট দেবে হাই কোর্টে। ১৯ সেপ্টেম্বর প্রাথমিক রিপোর্ট পেশের নির্দেশ দেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের।
আরও পড়ুন: বোলপুর দাপাচ্ছে সিবিআই, হঠাৎ হাসপাতালে অনুব্রত মণ্ডল! তুমুল শোরগোল
advertisement
সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আপাতত এই কমিটি ছয় মাসের জন্য কাজ করবে।
আরও পড়ুন: কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে রোখা যাবে না তৃণমূলকে, পোস্টার পড়ল শহরের একাধিক জায়গায়
এ ছাড়া রাজ্যকে আদালত নির্দেশ দিয়েছে, ময়দান এলাকার ঘোড়াদের দেখভাল এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে চার মাসের মধ্যে নতুন নির্দেশিকা জারি করতে হবে। আগামী ১৯ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।