মামলাকারীদের দাবি, ২০১৪ সালের টেটে এই প্রার্থীরা ১৫০ এর মধ্যে ৮২ নম্বর পেয়েছেন। ফলে তাঁরা গড়ে ৫৪.৬৭ শতাংশ নম্বর পেয়েছে। নিয়ম অনুসারে ৫৪.৬৭-কে ৫৫ নম্বর হিসাবে গণ্য করতে হবে।
আরও পড়ুন: আর এক সপ্তাহের মধ্যেই ইডি-র বিরাট অভিযান, বড় পূর্বাভাস দিলীপের! তোলপাড় বাংলা
এবং ৫৫ পেলেই এরা যোগ্য প্রার্থী হিসাবে মান্যতা পাবেন। মামলাকারীদের আরও দাবি, ২০১৪ সালে ৬টি প্রশ্ন ভুল ছিল, যা নিয়ে মামলা ডিভিশন বেঞ্চে বিচারাধীন।
advertisement
আরও পড়ুন: শুভেন্দু ছাড়াই সব সম্ভব, প্রমাণে মরিয়া তৃণমূল! তৃণমূলের চ্যালেঞ্জ অবিভক্ত মেদিনীপুর
এদিকে, TET-এ বসা আরও সহজ হল। টেটে বসার যোগ্যতামান আরও শিথিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২৩ অগাস্ট ২০১০-এর আগেই স্নাতক ডিগ্রি থাকলেই বসা যাবে টেটে। ২৪ অগাস্ট ২০১০-এর পরবর্তী সময়ে স্নাতকে ৪৫% ও সংরক্ষিত প্রার্থীদের ৪০% স্নাতকে থাকলেই হবে। আগের বিজ্ঞপ্তি সংশোধন পর্ষদের। দেওয়া হল নতুন সংশোধিত বিজ্ঞপ্তি।