মুর্শিদাবাদের ঘটনায় ৩০০ পরিবার ঘরছাড়া। তাদের ঘরে ফেরাতে দুটি আবেদন ও মামলা দায়েরের অনুমতি চেয়ে দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আবেদনকারীর আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ও সংযুক্তা সামন্ত। বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে এই আবেদনের।
এদিকে, এই পরিস্থিতিতে ধুলিয়ানে যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আইনজীবীর বক্তব্য, এই সময়ের মধ্যে অন্য দলের নেতানেত্রীরা সেখানে গিয়েছেন। শুভেন্দু যেতে চেয়ে পুলিশের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। আজ দুপুরেই সেই শুনানি হতে পারে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।
advertisement
পাশাপাশি, একটি সংগঠন ধূলিয়ানের তাণ্ডবে ঘরছাড়াদের জন্য ক্যাম্প করতে চায়। কিন্তু জেলাশাসক কোনও অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ। বিচারপতি ঘোষের এজলাসে দৃষ্টি আকর্ষণ করলে আইনজীবীদের পাঠিয়ে দেওয়া হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। কারণ জেলাশাসকের অনুমতির মামলা বিচারপতি সিনহার এজলাসে শুনানি হবে।
মুর্শিদাবাদের ঘটনা নিয়ে এবার এনআইএ তদন্তের আর্জি জানিয়ে মামলা কলকাতা হাইকোর্টে। দ্বারস্থ আক্রান্ত পরিবারের সদস্যরা।
ওয়াকফ আইনের বিরোধিতার নামে চক্রান্তের জাল ছিঁড়তে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন হাইকোর্টে। সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ সহ একাধিক এলাকায় বেশ কয়েকজন বাসিন্দার আবেদন।
আক্রান্তদের বক্তব্য, তাঁদের বাড়িতে বোমা মারা হয়েছে। তারা আক্রান্ত হয়েছেন। পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। পুলিশ সুপারকে ই-মেল করেও কোনও জবাব পাওয়া যায়নি। তাই এবার উচ্চ আদালতের দ্বারস্থ আক্রান্ত পরিবারের সদস্যরা। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা।