গতকালই দিল্লি হাইকোর্টও জানিয়ে দিয়েছিল অনুব্রত মণ্ডলকে ইডি দিল্লি নিয়ে যেতে চাইলে তারা কোনও হস্তক্ষেপ করবে না৷ এ দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীও আসানসোলের বিশেষ সিবিআই আদালতের নির্দেশই বহাল রাখলেন৷
আরও পড়ুন: জামিন পেয়েই ন্যাড়া হলেন, মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে বিরাট প্রতিজ্ঞা কৌস্তভের
এ দিন হাইকোর্টে সওয়াল করতে গিয়ে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা বার বারই অনুব্রত মণ্ডলের শারীরিক সমস্যার কথা তুলে ধরেন৷ বিশেষত তার ফিশচুলার সমস্যার কথা আদালতে জানানো হয়৷ অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হবে না বলে ইডি-র মৌখিক আশ্বাসের কথাও বিচারপতিকে জানান তৃণমূল নেতার আইনজীবীরা৷
advertisement
যদিও এই সমস্ত যুক্তিতেও দিল্লি যাত্রা আটকানো যায়নি৷ ইডি-র আইনজীবী পাল্টা জানান, প্রয়োজনে তারা অনুব্রত মণ্ডলকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে দিল্লি নিয়ে গিয়ে এইমস-এ সেরা চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করবেন৷
দু পক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি চৌধুরী নির্দেশ দেন, কলকাতার কোনও কেন্দ্রীয় সরকারি হাসপাতালে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে অনুব্রতর৷ সেখানকার চিকিৎসকরা সবুজ সংকেত দিলেই তাঁকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি৷