পঞ্চায়েত নির্বাচনে আসন সংরক্ষণের ক্ষেত্রে শুধুমাত্র ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গের গণনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অভিযোগকে অবশ্য মান্যতা দিয়েছে আদালত৷
আরও পড়ুন: ২২ তারিখ পর্যন্ত মেয়াদ, ২৩ এপ্রিল থেকে নতুন বাসস্থানে রাহুল! বাংলো ছাড়ার নির্দেশ
শুধুমাত্র ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গের গণনার যে সিদ্ধান্ত রাজ্য নিয়েছিল, তা গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আলাদা আলাদা সম্প্রদায় ভুক্ত ব্যক্তিবর্গের গণনার জন্য আলাদা আলাদা নিয়ম থাকতে পারে না বলেই এ দিন পর্যবেক্ষণে জানিয়েছেন প্রধান বিচারপতি৷ গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে তিনি জানিয়েছেন, 'হাইকোর্ট প্রত্যাশা রাখে নিয়ম মেনে আসন সংরক্ষণের বিষয়টি বিবেচনা করবে রাজ্য নির্বাচন কমিশন৷'
advertisement
হাইকোর্ট আরও জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট, বিচারবিভাগীয় নজরদারিতে ভোট সহ অন্য আবেদনগুলির জন্য নতুন করে আবেদন জানাতে পারবেন শুভেন্দু অধিকারী।