তবে জেল কর্তৃপক্ষ চাইলে নিয়ম মেনে সুজয়কৃষ্ণ ভদ্রকে প্যারোলে ছাড়তে পারে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ৷ পাশাপাশি সুজয়কৃষ্ণ ভদ্র জরুরি জামিনের যে আবেদন করেছেন, আগামী শুক্রবার তার শুনানি হবে বলও জানিয়ে দিয়েছে হাইকোর্ট৷
আরও পড়ুন: তুমুল দুর্যোগে মমতার চপার! আচমকা কপ্টারের জরুরি অবতরণে চোট মুখ্যমন্ত্রীর! এখন কেমন আছেন?
advertisement
এ দিন সকালেই প্রয়াত হয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর স্ত্রী৷ ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন তিনি৷ স্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার পরই হাইকোর্টে জরুরি জামিনের আবেদন করেন তিনি৷ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওঠে মামলাটি৷
সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবী কিশোর দত্ত আদালতের কাছে অন্তত ১৫ দিনের জামিনের আবেদন জানান৷ যদিও বিচারপতি তীর্থঙ্কর দত্ত জানিয়ে দেন, সেটা পরে বিবেচনা করবো। জেল যদি প্যারোল দেয় আদালতের আপত্তি নেই।
যদিও ইডি-র আইনজীবী ফিরোজ এডুলজি সওয়াল করতে গিয়ে পাল্টা দাবি করেন, এসকর্ট বা পুলিশি নিরাপত্তা ছাড়া সুজয়কৃষ্ণ ভদ্রকে জামিন দিলে তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে৷ এই আশঙ্কার কথা শুনে বিচারপতি জানান, জেল কর্তৃপক্ষ প্যারোলে মুক্তি দিলে এসকর্ট দিয়েই তা করতে হবে৷
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘কোর্ট কোনও প্যারোল দিচ্ছে না। জেল যদি প্যারোল দেয় সেক্ষেত্রে এসকর্ট যাতে দেওয়া হয় সেই নির্দেশ দেওয়া হবে। শ্মশান যাত্রায় অংশ নেওয়ার জন্য আজ জেল কোড অনুযায়ী ছাড়তে পারে।’