TRENDING:

Cabinet Reshuffle: পর্যটন থেকে সরানো হল বাবুলকে, দায়িত্ব পেলেন ইন্দ্রনীল! মন্ত্রিসভায় ফের রদবদল

Last Updated:

Cabinet Reshuffle: পর্যটন দফতর থেকে সরানো হল বাবুল সুপ্রিয়কে। এর থেকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দফতর অচিরাচরিত শক্তি উৎস দফতরের দায়িত্ব দেওয়া হল বাবুলকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যের মন্ত্রিসভায় ফের রদবদল। পর্যটন দফতর থেকে সরানো হল বাবুল সুপ্রিয়কে। এর থেকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দফতর অচিরাচরিত শক্তি উৎস দফতরের দায়িত্ব দেওয়া হল বাবুলকে। এর পাশাপাশি তথ্য প্রযুক্তি দফতরের দায়িত্বও রয়েছে বাবুলের হাতে। অন্যদিকে, বাবুলের পর্যটন দফতর দেওয়া হয়েছে ইন্দ্রনীল সেনকে।
পর্যটন থেকে সরানো হল বাবুলকে, দায়িত্ব পেলেন ইন্দ্রনীল
পর্যটন থেকে সরানো হল বাবুলকে, দায়িত্ব পেলেন ইন্দ্রনীল
advertisement

পাশাপাশি, আরও বেশ কিছু রদবদল এদিন হয়েছে। অরূপ রায় সমবায় দফতর থেকে সরিয়ে তাঁকে খাদ্য প্রক্রিয়াকরণের দায়িত্ব দেওয়া হয়েছে।পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে সমবায় দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক বনদফতরের পাশাপাশি শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব পাচ্ছে। বিপ্লব মিত্র আপাতত ক্রেতা সুরক্ষা দফতর আপাতত সামলাবেন। সূত্রের খবর, মন্ত্রিসভার রদবদলের সিদ্ধান্তে অনুমোদনও দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

advertisement

প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিধানসভার মধ্যে জোর তরজায় জড়িয়েছিলেন রাজ্যের শাসকদলের দুই মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেন। বাবুল সুপ্রিয় এতোদিন পর্যটন মন্ত্রী থাকলেও, পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সন হিসাবে ছিলেন কারিগরি শিক্ষা এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। বিধানসভার মধ্যেই বাবুল অভিযোগ করেন যে, ইন্দ্রনীল নাকি তাঁর কাজে বাধা সৃষ্টি করছেন। এই প্রসঙ্গে পাল্টা জবাব দেন ইন্দ্রনীলও।

advertisement

আরও পড়ুন, বলা হয় এটিই পৃথিবীর ‘নরক’! বাঁচার জন্য বন্দিরা খায় একে অপরের মাংস, একবার গেলেই..

আরও পড়ুন, ‘লা লিগা’র দেশে মমতা! সৌরভ-সুনীলকে নিয়েই কি ফুটবল কর্তাদের সঙ্গে বৈঠক?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঠিক তার দু সপ্তাহের মধ্যেই পর্যটন দফতর থেকে সরিয়ে দেওয়া হল বাবুলকে। তারপরে সেই ইন্দ্রনীলকে দায়িত্ব দেওয়া হল। অন্যদিকে, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দফতর অচিরাচরিত শক্তি উৎস-এর দায়িত্ব পেলেন বাবুল সুপ্রিয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Cabinet Reshuffle: পর্যটন থেকে সরানো হল বাবুলকে, দায়িত্ব পেলেন ইন্দ্রনীল! মন্ত্রিসভায় ফের রদবদল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল