আগেই গুজরাতে নাগরিকত্ব বিষয়ে বিশেষ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়, গুজরাতের দু’টি জেলা আনন্দ এবং মেহসনিতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত অমুসলিমরা এসে আশ্রয় নিয়েছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে৷
আরও পড়ুন- কোহলির ঘরের ভিডিও ফাঁসের ঘটনা, অভিযুক্তদের বিরুদ্ধে নিজের সিদ্ধান্তের কথা জানালেন বিরাট
advertisement
আরও পড়ুন- শুধু বাংলাদেশকে হারানো নয়, সেমি ফাইনালে উঠতে হলে এই ৫টি বিষয় করতেই হবে ভারতকে
সেই নিয়েই বিতর্ক তৈরি হয়৷ বিরোধীরা বলেন, মোরবিতে ঘটে যাওয়া দুর্ঘটনার পরেই এই ঘোষণার করা হয় ইচ্ছা করে এই সময়ে এই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ আর আরও অভিযোগ ওঠে, গুজরাতের ভোটের মুখে এই ঘোষণা করা হয়েছে৷ যদিও সে কথা স্বীকার করতে চায়নি বিজেপি৷
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা যে হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি, জৈন এবং খ্রিস্টানরা গুজরাতের আনন্দ এবং মেহসনি জেলায় বসবাস করছেন, তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে৷
Somraj Banerjee