শুধু বাংলাদেশকে হারানো নয়, সেমি ফাইনালে উঠতে হলে এই ৫টি বিষয় করতেই হবে ভারতকে

Last Updated:

টি-২০ বিশ্বকাপে বুধবার ভারত বনাম বাংলাদেশ ম্যাচ। শেষ চারে যাওয়ার লক্ষ্যে জয় পেতে মরিয়া টিম ইন্ডিয়া। লড়াই দিতে প্রস্তুত বাংলা টাইগার্সরা। সেমি উঠতে হলে এই বিষয়গুলির উপর নজর রাখতে হবে ভারতকে।

#অ্যাডিলেড: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারলেও এখনও টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে ওঠার রাস্তা পরিষ্কার ভারতের কাছে। শুধু বাংলাদেশ ও জিম্বাবোয়েকে হারাতে হবে টিম ইন্ডিয়াকে। তবে একাধিক বিষয় নিয়ে চিন্তায় রয়েছে ভারত। একট ভুল শেষ করে দিতে পারে বিশ্বজয়ের স্বপ্ন। এক ঝলকে দেখে নিন সেমি ফাইনালে উঠতে হলে কী কী করতে হবে টিম ইন্ডিয়াকে।
ওপেনিং জুটির রানে ফেরা- ভারতীয় ওপেনিং জুটি এখনও টি-২০ বিশ্বকাপে বড় রান করচে পারেনি। রোহিত শর্মা নেদরল্যান্ডস ম্যাচে বাদে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ ব্যর্থ। কেএল রাহুল তো ৩ ম্যাচেই ব্যাটে রান পাননি। রাহুলকে নিয়েই সবথেকে বেশি চিন্তায় টিম ম্যানেজমেন্ট ও ফ্যানেরা। শুধু বাংলাদেশের বিরুদ্ধে জয় নয়, প্রতিযোগিতার নক আউট স্টেজে পৌছলে ওপেনিং জুটির সাফল্য অবশ্যই দরকার।
advertisement
বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের ফর্ম অব্যাহত রাখা- টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের যে দুই ব্যাটসম্যান এখনও পর্যন্ত সবথেকে বেশি সফল তারা হল বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। দুজনেই প্রতিযোগিতায় ২টি করে অর্ধশতরান করে ফেলেছেন। ফলে এই দুই তারতার ফর্ম অব্যাহত রাখা টিম ইন্ডিয়ার সাফল্যের চাবিকাঠি।
advertisement
হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থ ফ্যাক্টর- হার্দিক পান্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে অলারাউন্ড পারফর্ম করলেও, পরের দুটি ম্যাচে তেমন একটা দাগ কাটতে পারেননি। হার্দিক পুরোপুরি ছন্দে থাকলে তা এক্স ফ্যাক্টর দলের কাছে। বাংলাদেশ ম্যাচ থেকে দীনেশ কার্তিকের পরিবর্তে দলে ফিরতে পারেন ঋষভ পন্থ। এই উইকেট রক্ষক ব্যাটার কতটা ভয়ঙ্কর তা সকলের জানা। পন্থকে দলে রেখেই প্রথম একাদশ সাজানো উচিৎ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
advertisement
ফিল্ডিংয়ে উন্নতি- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ক্যাচ মিস ও রান আউট মিস ভারতীয় দলের হারের অন্যতম কারণ হয়ে উঠেছিল। শুধু বিশ্বকাপ নয়, বিগত এক বছরের ভারতীয় গলের ফিল্ডিংয়ের মান আগে থেকে অনেকটাই খারাপ। বিশ্বকাপের মত প্রতিযোগিতায় সাফল্য পেতে হল ভালো ফিল্ডিং ছাড়া কোনও গতি নেই।
আরও পড়ুনঃ বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে হতে পারে একাধিক পরিবর্তন, দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
বোলিং সমস্যা- প্রতিযোগিতায় ভারতীয় দলের পেসাররা এখনও পর্যন্ত সফল। কিন্তু স্পিন বোলিং অ্যাটাক সেভাবে দলকে সাফল্য এনে দিতে পারেনি। কিন্তু ভারতীয় স্পিন হচ্ছে অন্যতম বড় শক্তি। প্রথম তিন ম্যাচে অশ্বিন ও অক্ষর সুযোগ পেয়েছে প্রথম একাদশে। এবার প্রয়োজনে যুজবেন্দ্র চাহলকেও সুযোগ দিয়ে দেখা যেতে পারে।
বাংলা খবর/ খবর/খেলা/
শুধু বাংলাদেশকে হারানো নয়, সেমি ফাইনালে উঠতে হলে এই ৫টি বিষয় করতেই হবে ভারতকে
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement