সিএএ। নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইন তৈরি হয়েছে ২০১৯ সালে। লোকসভা ভোটের পরে। তারপর চার বছর কেটে গিয়েছে। এবার ২০২৪। ফের একটা লোকসভা ভোট। তার আগে আবার সিএএ নিয়ে এখন রাজনীতির হাওয়া গরম। রাজ্যে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। একসময় ছিল বামেদের বড় ভরসা। তারপর তৃণমূল। উনিশের লোকসভা ভোটে অবশ্য মতুয়াদের বড় অংশ বিজেপিকে সমর্থন করে। মতুয়া প্রভাবিত রাণাঘাট এবং বনগাঁ লোকসভা আসনে জেতে বিজেপি।
advertisement
আরও পড়ুন: বেনজির বিক্ষোভের মুখে ইডি, মারধর-গাড়ি ভাঙচুর, তৃণমূল নেতার বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড
একুশের বিধানসভা ভোটের নিরিখেও এই দুই লোকসভা কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি। রাজ্যের প্রায় ৮৩ টি বিধানসভা আসন মতুয়া প্রভাবিত।
একুশের বিধানসভা নির্বাচনে এর মধ্যে ৩০টি আসন জেতে বিজেপি। বাকি তিপান্নটি তৃণমূল। রাজ্যে বিজেপির প্রাপ্ত আসনের প্রায় ৩৯% মতুয়া প্রভাবিত।
আরও পড়ুন: তৃণমূল-CPIM-এ ভাঙন ধরাল বিজেপি! নতুন বছরের শুরুতেই বড় চমক
পর্যবেক্ষদের একাংশের মতে, চব্বিশেও এই মতুয়া সমর্থন ধরে রাখতে বিজেপি মরিয়া। তাই আবারও তাদের মুখে সিএএ।’ কয়েকদিন আগেই বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কার্যত চ্যালেঞ্জের সুরে বলেন, ‘সিএএ কার্যকর হবেই। কেউ আটকাতে পারবে না।’