অন্যদিকে তাঁদের বক্তব্য বাবুঘাট থেকে বর্তমানে যে সমস্ত দূরপাল্লার বাস ছাড়ে তাদের যাত্রীদের পক্ষে সাঁতরাগাছি গিয়ে বাস ধরতে যাওয়া সম্ভব নয়। সেখান থেকে কলকাতায় আসাও সম্ভব নয়। তাই আবেদন, পরিবহণ দফতর স্বল্প দূরত্বের পরিবহণ রাখুক।
আরও পড়ুন : পাখির স্নান থেকে ফুলের গান, এই টিপসে গরমেও শুকিয়ে যাবে না আপনার সাজানো বাগান
advertisement
গত ১১ এপ্রিল বাবুঘাট থেকে পাকাপাকি ভাবে বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় রাজ্য পরিবহণ দফতর৷ ওই নির্দেশিকা অনুযায়ী, ১৪ দিনের মধ্যে বাবুঘাট থেকে বাসস্ট্যান্ড সরিয়ে হাওড়ার সাঁতরাগাছিতে নিতে হবে৷ কিন্তু আপাতত না সরে যাওয়ায় স্থির হয়েছেন বাসমালিকরা ৷ আগামী ২৭ এপ্রিল ফের বাসমালিকদের নিয়ে বৈঠকে বসবে রাজ্য পরিবহণ দফতর। সাঁতরাগাছিতে অনেক দিন ধরেই বাস টার্মিনাস তৈরি হয়ে পড়ে রয়েছে৷ পরিবেশ সংক্রান্ত একাধিক মামলায় বাবুঘাট থেকে বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷ ময়দান, ভিক্টোরিয়া মেমোরিয়ালে দূষণের জন্যও বাবুঘাটের এই বাসস্ট্যান্ডকেই দায়ী করা হয়৷ বাসস্ট্যান্ড থাকায় বাবুঘাট চত্বর নোংরাও হচ্ছে বলে দীর্ঘদিনের অভিযোগ৷
আরও পড়ুন : ফলের রাজার হাতে দিন ত্বকের যত্নের দায়িত্ব, বয়স কমবে, ট্যান থেকেও মিলবে মুক্তি
আরও পড়ুন : পর্যটনের নতুন আকর্ষণ! এবার এই নিষিদ্ধ আনন্দও আইনসিদ্ধ হতে চলেছে মেঘালয়ে
এই মুহূর্তে বাবুঘাট থেকে মূলত দূরপাল্লার বাসগুলি ছাড়ে৷ এ ছাড়াও কলকাতা থেকে শহরতলিতে যাতায়াতকারী কিছু বেসরকারি বাসও বাবুঘাট থেকে ছাড়ে৷ পরিবহণ দফতরের নির্দেশ অনুযায়ী, ১৪ দিনের মধ্যে এই সব বাসকেই সাঁতরাগাছিতে সরে যেতে হবে৷ জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের মতো একাধিক সংগঠনকে পরিবহণ দফতরের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে৷ অতীতেও বাসস্ট্যান্ড সরানোর তোড়জোড় হলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি৷ পরিবহণ দফতরের এ বারের নির্দেশের পর শেষ পর্যন্ত তা কার্যকর হয় কি না, সেটাই দেখার৷
