আরও পড়ুন– উত্তরে দুর্যোগ চললেও দক্ষিণে আপাতত বিরতি, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
পাশাপাশি কন্ডাকটর লাইসেন্স নিতেও আগ্রহ নেই। বাস কন্ডাক্টর লাইসেন্সের জন্য ভারতে সরকারি পরিবহন সেবা ওয়েবসাইটে অথবা সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট বা রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস (R/DTO) বা পরিবহণ দফতরের মাধ্যমে আবেদন করতে হবে। পরিবহণ সংগঠনগুলোর তথ্য বলছে এই মুহূর্তে মাত্র ৩% কন্ডাকটর আছেন যাদের কাছে এই লাইসেন্স আছে।
advertisement
রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, গোটা বিষয়টি সম্পর্কে তারা অবহিত। জেলায় জেলায় স্পেশাল ক্যাম্প করে তারা লাইসেন্স দিতে চান। তবে স্পেশাল ক্যাম্পেও লাইসেন্স নেওয়ার আগ্রহ নেই। এই অবস্থায় বাস চালকের অভাব প্রতিদিন বাড়ছে রাজ্য জুড়েই। বিশেষ করে কলকাতা ও সংশ্লিষ্ট শহরতলি জুড়ে। রাহুল চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক, বাস-মিনিবাস সমন্বয় সমিতির তরফে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই বাস চালক খোঁজ করা হচ্ছে। নতুন কেউ এই পেশায় আসার জন্য আগ্রহ দেখাচ্ছেন না। এমনকী, কন্ডাকটর লাইসেন্স পুনঃনবীকরণ কেউ করাচ্ছেন না। পরিস্থিতি এমন যে বহু বাস গ্যারেজে দাঁড়িয়ে আসে।
টিটো সাহা, সাধারণ সম্পাদক, সিটি সার্বাবান বাসের পক্ষ থেকে জানিয়েছেন, ‘‘দিন দিন আয় কমছে। এই অবস্থায় বাস চালিয়ে পেট ভরবে না। অনেকেই তাই বিকল্প পেশার সন্ধান করে নিয়েছেন। এর উপর প্রতিদিন পুলিশি সমস্যা আছে। তাই কেউই এই বাস চালাতে রাজি হচ্ছে না।’’