TRENDING:

মিলছে না চালক ! গ্যারেজ বা স্ট্যান্ডেই দাঁড়িয়ে বাস, বাস চালানোর লাইসেন্স নিতেও আগ্রহ নেই

Last Updated:

পরিবহণ দফতর থেকে প্রথমে মেলে ট্রান্সপোর্ট লাইসেন্স। সেই লাইসেন্স পাওয়ার ৬ বছর পর মেলে পাবলিক সার্ভিস ভেহিক্যালস লাইসেন্স (PSV) রাজ্য পরিবহণ দফতরে বিভিন্ন আরটিও থেকে যে রিপোর্ট এসেছে তাতে দেখা যাচ্ছে PSV লাইসেন্স পেতে আবেদন ৫০ পেরোয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: রাস্তায় নেই বাস ! বাস দাঁড়িয়ে আছে গ্যারেজে বা স্ট্যান্ডে। চাহিদা থাকা সত্ত্বেও কেন রাস্তায় নেই বাস? কারণ বাস চালানোর জন্য মিলছে না চালক। আগ্রহ হারাচ্ছেন কন্ডাক্টররা কাজ করতে। বাস চালাতে গেলে বাধ্যতামূলক PSV লাইসেন্স। পরিবহণ দফতর থেকে প্রথমে মেলে ট্রান্সপোর্ট লাইসেন্স। সেই লাইসেন্স পাওয়ার ৬ বছর পর মেলে পাবলিক সার্ভিস ভেহিক্যালস লাইসেন্স (PSV) রাজ্য পরিবহণ দফতরে বিভিন্ন আরটিও থেকে যে রিপোর্ট এসেছে তাতে দেখা যাচ্ছে PSV লাইসেন্স পেতে আবেদন ৫০ পেরোয়নি। যারা এতদিন শহর ও শহরতলিতে বাস চালান, তারাও আগ্রহ হারাচ্ছেন। ফলে স্ট্যান্ডে বা গ্যারাজে দাঁড়িয়ে থাকছে বাস।
মিলছে না চালক ! গ্যারেজ বা স্ট্যান্ডেই দাঁড়িয়ে বাস
মিলছে না চালক ! গ্যারেজ বা স্ট্যান্ডেই দাঁড়িয়ে বাস
advertisement

আরও পড়ুন– উত্তরে দুর্যোগ চললেও দক্ষিণে আপাতত বিরতি, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

পাশাপাশি কন্ডাকটর লাইসেন্স নিতেও আগ্রহ নেই। বাস কন্ডাক্টর লাইসেন্সের জন্য ভারতে সরকারি পরিবহন সেবা ওয়েবসাইটে অথবা সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট বা রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস (R/DTO) বা পরিবহণ দফতরের মাধ্যমে আবেদন করতে হবে। পরিবহণ সংগঠনগুলোর তথ্য বলছে এই মুহূর্তে মাত্র ৩% কন্ডাকটর আছেন যাদের কাছে এই লাইসেন্স আছে।

advertisement

আরও পড়ুন– সাপ্তাহিক রাশিফল ৮ – ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, গোটা বিষয়টি সম্পর্কে তারা অবহিত। জেলায় জেলায় স্পেশাল ক্যাম্প করে তারা লাইসেন্স দিতে চান। তবে স্পেশাল ক্যাম্পেও লাইসেন্স নেওয়ার আগ্রহ নেই। এই অবস্থায় বাস চালকের অভাব প্রতিদিন বাড়ছে রাজ্য জুড়েই। বিশেষ করে কলকাতা ও সংশ্লিষ্ট শহরতলি জুড়ে। রাহুল চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক, বাস-মিনিবাস সমন্বয় সমিতির তরফে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই বাস চালক খোঁজ করা হচ্ছে। নতুন কেউ এই পেশায় আসার জন্য আগ্রহ দেখাচ্ছেন না। এমনকী, কন্ডাকটর লাইসেন্স পুনঃনবীকরণ কেউ করাচ্ছেন না। পরিস্থিতি এমন যে বহু বাস গ্যারেজে দাঁড়িয়ে আসে।

advertisement

আরও পড়ুন– এত ভাল ব্রেকফাস্ট আপনি অনেকদিন খাননি, দুর্বল শরীরে প্রাণ সঞ্চার করবে ! জেনে নিন কী করে বানাবেন দুবরি

টিটো সাহা, সাধারণ সম্পাদক, সিটি সার্বাবান বাসের পক্ষ থেকে জানিয়েছেন, ‘‘দিন দিন আয় কমছে। এই অবস্থায় বাস চালিয়ে পেট ভরবে না। অনেকেই তাই বিকল্প পেশার সন্ধান করে নিয়েছেন। এর উপর প্রতিদিন পুলিশি সমস্যা আছে। তাই কেউই এই বাস চালাতে রাজি হচ্ছে না।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মিলছে না চালক ! গ্যারেজ বা স্ট্যান্ডেই দাঁড়িয়ে বাস, বাস চালানোর লাইসেন্স নিতেও আগ্রহ নেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল