এই ঘটনার জেরে আতঙ্কে রয়েছেন ফ্ল্যাটের বাসিন্দারা। তাঁদের কথায় কলকাতা কর্পোরেশনকে চিঠি দেওয়া হয়েছে। চিঠি দেওয়া হয়েছে কাউন্সিলরকেও। কিন্তু, কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি। যে ফ্ল্যাটটির ওপর হেলে পড়েছে সেখানে প্রায় ১৫ টি পরিবারের বসবাস।
আরও পড়ুন: গলায় ক্ষত, মুখে কাপড় গোঁজা, এ কার দেহ উদ্ধার হল ডায়মন্ড পার্কে! আধার কার্ডেও কারসাজি!
advertisement
প্রায় ৯ বছরের পুরনো ফ্ল্যাটটি হেলে পড়েছে বলে খবর। যে ফ্ল্যাটটির উপর হেলে পড়েছে সেই ফ্ল্যাটটি পাঁচ বছর আগে তৈরি করা হয়েছিল। এখনও পর্যন্ত দুই ফ্ল্যাটই বিপদজনক অবস্থাতে কার্নিশের সঙ্গে কার্নিশে লেগে রয়েছে।
আরও পড়ুন: ঢুকবে কড়কড়ে ‘১০০০’ টাকা…! লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে চান? আগে জানুন নতুন নির্দেশ
পর পর এই ঘটনার কারণে প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। এই নিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘‘পুরসভা কি বাঁশ নিয়ে দাঁড়িয়ে হেলা বাড়ি সোজা করবে?’’ একই সঙ্গে তিনি জানান, আইন অনুযায়ী কাজ করতে হয় পুরসভাকে। আর সেই আইন মেনেই কাজ করতে হবে পুরসভাকে।