TRENDING:

রাতভর নাগাড়ে বৃষ্টি! গিরিশ পার্কের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ির ছাদ

Last Updated:

রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন শহরের একাধিক রাস্তা আর এরমাঝেই কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে ঘটে গেল অঘটন। ওই ওয়ার্ডের অন্তর্গত গিরিশ পার্কের এলাকার সুবীর চ্যাটার্জি রোডে গতকাল রাতে ভেঙে পড়ে বাড়ির একটি অংশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন শহরের একাধিক রাস্তা আর এরমাঝেই কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে ঘটে গেল অঘটন। ওই ওয়ার্ডের অন্তর্গত গিরিশ পার্কের এলাকার সুবীর চ্যাটার্জি রোডে গতকাল রাতে ভেঙে পড়ে বাড়ির একটি অংশ। পরিত্যক্ত তিনতলা বাড়ির উপরের একটি অংশ হঠাৎ করে ভেঙে পড়ে যায়।
বিপদজনক হিসাবে ঘোষণা করা হয়েছিল এই বাড়িটিকে
বিপদজনক হিসাবে ঘোষণা করা হয়েছিল এই বাড়িটিকে
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১টা নাগাদ বিকট শব্দে বাড়িটির ছাদ ও উপরের দেয়াল ধসে পড়ে যায়।

আরও পড়ুন: সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস !

জানা গিয়েছে, বাড়িটি দীর্ঘদিন ধরে খালি থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় আশপাশের বসবাসকারী মানুষজন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন।

advertisement

আরও পড়ুন: হল্ট স্টেশনে যাত্রীদের সুবিধায় নজর, m-UTS পরিষেবা চালুর উদ্যোগ শিয়ালদহ ডিভিশনের

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুরসভার কর্মীরা। একইসঙ্গে ঘটনাস্থলে পৌঁছান দমকল এবং পুলিশ বাহিনীর কর্মীরা। জানা গিয়েছে, এলাকা ঘিরে রাখা হয়েছে, এবং ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে। কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, এই বাড়িটিকে আগেই বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং বসবাসের অনুপযোগী ঘোষণা করা হয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
রাতভর নাগাড়ে বৃষ্টি! গিরিশ পার্কের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ির ছাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল