হার্টের অবস্থা ভাল হলেও, চিন্তায় রাখছে ফুসফুসের সংক্রমণ। তবে চিকিৎসায় ইতিবাচক সাড়া পেলে সংক্রমণের চিকিৎসাও সঠিক ভাবেই করা যাবে বলে মনে করছেন চিকিৎসকরা। আপাতত কড়া নজরদারিতেই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে মিলেছে ‘ক্লেবশিয়েলা’ ব্যাকটেরিয়া, কী এটি? হাসপাতালের বড় আপডেট
বুদ্ধদেব ভট্টাচার্যের মেডিক্যাল বোর্ডের প্রধান চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানান, ‘সবে আমরা ঘুমের ওষুধ বন্ধ করেছি। জ্ঞান ফিরেছে। রোগী অনেকটাই সাহায্য করছেন। বিভিন্ন অঙ্গ ভঙ্গি করে বোঝাচ্ছেন। কাল আমরা সিটি স্ক্যান করতে পারি। পরিস্থিতি ঠিক থাকলে কাল ভ্যান্টিলেশন থেকে নীচে নামানো হবে। ব্লাড টেস্টে সব দেখা হয়েছে ঠিক আছে।’
advertisement
আরও পড়ুন: রক্তপরীক্ষার রিপোর্টে ডেঙ্গি, ডেথ সার্টিফিকেটে অন্য কারণ! বারাসতে চাঞ্চল্যকর কাণ্ড
বাইল্যাটলার নিউমোনিয়ায় আক্রান্ত বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পরিস্থিতি সংকটজনক হওয়ায় গতকাল রাতে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তির পর ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
সাহ্নিক ঘোষ