পদ্ম সম্মান প্রত্যাখ্যানের বিষয়ে তিনি যে অনড়, এই বার্তার মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রী তা আরও স্পষ্ট ভাবে বুঝিয়ে দিলেন বলেই মনে করা হচ্ছে৷
এ দিন সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ পুরস্কার (Buddhadeb Bhattacharya returns Padma Bhushan award) প্রদানের কথা ঘোষণা করা হয়৷ যদিও এর কিছুক্ষণের মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী পুরস্কার প্রত্যাখ্যান করে বিবৃতি দেন৷ দলের তরফেই সেই বিবৃতি প্রকাশ করা হয়৷ সংক্ষিপ্ত বিবৃতিতে বুদ্ধদেব ভট্টাচার্য স্পষ্ট জানান, এ বিষয়ে আগে থাকতে তাঁকে কিছুই জানানো হয়নি৷
advertisement
আরও পড়ুন: পদ্মশ্রী সম্মান প্রত্যাখ্যান করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, ফিরল হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতি
যদিও বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্ম সম্মান প্রদান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর তা প্রত্যাখ্যানের পর বিষয়টি নিয়ে গোটা দেশেই তুমুল চর্চা শুরু হয়৷ বর্তমানে বুদ্ধদেব ভট্টাচার্য নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন৷ এই পরিস্থিতিতে তিনি চান না, পদ্মভূষণ পুরস্কারের বিষয়ে তাঁর সঙ্গে কেউ দেখা করুক বা ফোন করুক৷
ট্যুইটারে সূর্যকান্ত মিশ্র লিখেছেন, 'বুদ্ধবাবু সকলকে অনুরোধ করেছেন যে তাঁর বর্তমান শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সরকারি কর্মকর্তা সহ কেউই যেন পদ্মভূষণ পুরস্কারের বিষয়ে তাঁকে ফোন না করেন বা দেখা না করেন৷ এ বিষয়ে যে কোনও যোগাযোগ তাঁর বাড়িতে অথবা সিপিএম রাজ্য কমিটির অফিসে ডাক মাধ্যমে করা যেতে পারে৷'
আরও পড়ুন: পদ্মশ্রী পাচ্ছেন ১২৫ বছরের স্বামী শিবানন্দ! যোগশাস্ত্রে পাণ্ডিত্যের সম্মান...
সিপিএম রাজ্য সম্পাদক আরও জানিয়েছেন, 'বুদ্ধদার পক্ষে তাঁর লেখাপড়া চালিয়ে যাওয়া, ঘনঘন ওঠাবসা করা দুরূহ। জরুরি বিষয়ে তাঁর পরামর্শ নিতে হলে আমাদের কাউকে না কাউকে,তাঁর কথা শুনে সেটা লিখে শুনিয়ে, তাঁর সম্মতি নিতে হয়। তাঁর মস্তিষ্ক আগের চেয়ে সক্রিয়।
আলোচ্য বিষয়ে তাঁর প্রতিক্রিয়া হুবহু প্রকাশ করার দায়িত্ব আমাদের।'
এর আগে পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করে বুদ্ধদেব ভট্টাচার্য বিবৃতিতে জানান, 'পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।'