TRENDING:

Buddhadeb Bhattacharjee in Literature: ‘দুঃসময়’ থেকে ‘এই আমি মায়াকভস্কি’, বুদ্ধদেব ভট্টাচার্যের কলমে বার বার ঋদ্ধ বাঙালির নশ্বর চিন্তন ও মনন

Last Updated:

Buddhadeb Bhattacharjee in Literature: আশার কান্ডারির হাতে কলমও যেন ছিল পরশপাথর৷ রাজনীতির আবর্তে জীবন ঘুরপাক খেলেও থামেনি বুদ্ধদেব ভট্টাচার্যের সাহিত্যচর্চা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হতাশা কোনওদিন তাঁকে গ্রাস করতে পারেনি৷ তিনি আশাবাদী৷ বহু বিপর্যয়ের দিনেও দৃপ্তকণ্ঠে বলতেন বুদ্ধদেব ভট্টাচার্য৷ সেই আশার কান্ডারির হাতে কলমও যেন ছিল পরশপাথর৷ রাজনীতির আবর্তে জীবন ঘুরপাক খেলেও থামেনি সাহিত্যচর্চা৷ মুখ্যমন্ত্রিত্বের দায়িত্বের আড়ালে বিস্মৃত হয়নি তাঁর লেখক-সত্তা৷ শৈলেন্দ্র সরকার বিদ্যালয় এবং প্রেসিডেন্সি কলেজের এই প্রাক্তনীর জীবন রাজনীতির পাশাপাশি গাঁটছড়া বেঁধেছিল সাহিত্যের সঙ্গেও৷
মুখ্যমন্ত্রিত্বের দায়িত্বের আড়ালে বিস্মৃত হয়নি তাঁর লেখক-সত্তা
মুখ্যমন্ত্রিত্বের দায়িত্বের আড়ালে বিস্মৃত হয়নি তাঁর লেখক-সত্তা
advertisement

বিশ্বসাহিত্যের উজ্জ্বল জ্যোতিষ্ক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর অন্যতম প্রিয় সাহিত্যিক৷ তাঁর ‘দ্য স্টোরি অব এ শিপরেকড সেলর’ বুদ্ধদেবের অনুবাদে হয়েছিল ‘বিপন্ন জাহাজের এক নাবিকের গল্প’৷ চিলের সেনা অভ্যুত্থান নিয়ে মার্কেজ-সৃষ্টি ‘ক্ল্যান্ডেস্টাইন ইন চিলে’ তাঁর কলমে নতুন রূপে ধরা দেয় ‘চিলিতে গোপন’ হয়ে৷ বাংলা অনুবাদ সাহিত্যে উদ্ভাসিত হয়ে থাকবে তাঁর কলমে ‘এই আমি মায়াকভস্কি’৷ সোভিয়েত কবি ভ্লাদিমির মায়াকভস্কির রচনাকে বাঙালি পাঠকের কাছে জনপ্রিয় করে তোলার প্রয়াস নিয়েছিলেন তিনি৷ কাফকার ‘মেটামরফোসিস’ তাঁর কলমে রূপান্তরিত হয়েছিল নাটক ‘পোকা’-য়৷ নন ফিকশন ‘পুড়ে যায় জীবন নশ্বর’ তাঁর শ্রদ্ধার্ঘ্য মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতি৷

advertisement

অনুবাদ সাহিত্যের পাশাপাশি তাঁর নিজের রচনাও উল্লেখযোগ্য৷ বাবরি মসজিদ ধ্বংসের পর ভারতজুড়ে উত্তাল সময় ধরা পড়েছিল তাঁর লেখা নাটক ‘দুঃসময়’-এ৷ পাঠকের চিন্তনকে শানিত করে বুদ্ধদেব ভট্টাচার্যর লেখা ‘স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা’ এবং অনুবাদ সাহিত্য ‘নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু’৷ এড়িয়ে যাননি ক্ষমতার অলিন্দে তাঁর যাপনকালকেও৷ বাংলায় বাম শাসন সম্বন্ধে বিদগ্ধ, গবেষক এবং সমালোচকদের চিন্তার উপজীব্য হয়েছে তাঁর অনূদিত ‘ফিরে দেখা’৷ পাঠকের সংগ্রহে অমলিন বুদ্ধদেব ভট্টাচার্যর ‘দুটি নাটক’, ‘রচনাপ্রবাহ’, ‘তিন মায়ের কথা’ এবং বিদেশি নাটকের অনুবাদ ‘চেনা ফুলের গন্ধ’৷

advertisement

আরও পড়ুন : বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান… ৮০ বছর বয়সে প্রয়াত বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুধু কলমচর্চাই নয়৷ শ্বেতশুভ্র ধুতি পাঞ্জাবি পরনে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন কলকাতা বইমেলার নিয়মিত, চেনা মুখ৷ ব্যস্ততার মাঝে তিনি সময় বার করে নিতেন বইমেলায় যাওয়ার৷ নতুন বইয়ের ঘ্রাণ নেওয়ার৷ ১৯৯৭ সালে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে যাওয়ার পর ফের তিন দিনের মধ্যে শুরু হয়েছিল কলকাতা বইমেলা৷ বইমেলার এই ফিনিক্স উত্থানের পিছনে অন্যতম কারিগর ছিলেন তিনি৷ জীবনভর চেয়েছিলেন ময়দানেই বসুক কলকাতা বইমেলার আসর৷ সেই ইচ্ছে অপূর্ণ থেকে গিয়েছে তাঁর আরও অনেক অধরা অভিলাষের মতো৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Buddhadeb Bhattacharjee in Literature: ‘দুঃসময়’ থেকে ‘এই আমি মায়াকভস্কি’, বুদ্ধদেব ভট্টাচার্যের কলমে বার বার ঋদ্ধ বাঙালির নশ্বর চিন্তন ও মনন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল