রাজ্যজুড়ে তৃণমূলের সন্ত্রাস, বসিরহাটের সরবেড়িয়ায় শাহাজান শেখের যে দুর্নীতি, সব মিলিয়ে প্রতিবাদ করতে এবং লোকসভা ভোটের আগে কমরেডদের উদ্দেশ্যে কী বার্তা দেন মীনাক্ষী সহ বামফ্রন্টের নেতৃত্ব সেটা শোনার জন্য এবং সেই নির্দেশ অনুযায়ী বুথ স্তরে দলের কাজ করার জন্যই এই সমাবেশে যোগদান করতে যাচ্ছেন সুন্দরবন এলাকার বামপন্থীরা।
আরও পড়ুন: বাংলাদেশের জনসংখ্যা কত? বেকারই বা কত? সংখ্যা শুনলে মাথায় হাত পড়ে যাবে
advertisement
এদিকে, ঠান্ডা উপেক্ষা করেই DYFI এর ব্রিগেড সমাবেশে রাত থেকেই লোক যাওয়া শুরু হয় ঝাড়গ্রাম জেলা থেকে। সন্ধ্যার ট্রেনে
বেলপাহাড়ি ব্লক এবং সংলগ্ন এলাকার সদস্যরা রাতেই রওনা হয়ে যান কলকাতার উদ্দেশ্যে। নেতৃত্বের বক্তব্য এবারে সমাবেশে ঝাড়গ্রাম থেকে কয়েক হাজার ছাত্র যুব যোগ দেবে ব্রিগেডে। ঝাড়গ্রাম জেলা থেকে ১৯ টি বাস, ২২ টি পিক আপ ভ্যান এবং আরও ছোট গাড়ি ব্যবস্থা করা হয়েছে বলে জানান তারা।
আরও পড়ুন: বাংলাদেশে আজ ভোট, কত আসনে? সরকার গঠনেই বা কত সিট প্রয়োজন? হাসিনার বড় চ্যালেঞ্জ
সন্ধ্যার লোকাল থেকে সকাল বেলা স্টিল এক্সপ্রেস
পর্যন্ত সারা রাত এবং সকাল মিলে প্রায় পাঁচটি ট্রেনেও কর্মীরা রওনা হবেন ব্রিগেডের উদ্দেশ্যে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সমাবেশে এত লোক এই প্রথম। ঝাড়গ্রাম স্টেশনে মিছিল করে তার রওনা দেন। বাম কর্মীদের ব্রিগেডকে ঘিরে উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।