জানা গিয়েছে, শুক্রবার বিকাশ ভবনে হতে পারে বৈঠক। উপস্থিত থাকবেন এসএসসি চেয়ারম্যান ও দফতরের সচিব। আইনি সমাধানসূত্র না বেরনো পর্যন্ত কী ভবিষ্যত হতে চলেছে চাকরিহারাদের, সেই বিষয়ে বৈঠক করা হবে। বৈঠকের পর সাংবাদিক বৈঠক করবেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন: প্রথমে চাকরি গেল, এবার…! মুর্শিদাবাদে চাকরিহারা শিক্ষকের জীবন অন্ধকার, যা ঘটেছে জানলে কান্না পাবে!
advertisement
বুধবার ব্রাত্য বলেন, ‘চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ডিআই অফিসে গিয়েছিলেন কেন! প্রতিবাদ জানাতে আন্দোলন করতে। ঘটনা দুর্ভাগ্যজনক, নিন্দাজনক। ওঁদের সঙ্গে বসে একটা সুরাহা বের করার জন্য চলতি সপ্তাহে বৈঠক হবে। আমি নিজে থাকব, দফতরের আরও অনেকেই থাকবেন।’
তিনি আরও বলেন, ‘লড়াই আন্দোলন কিছুদিন স্থগিত রাখা যেত। আমরা বদ্ধপরিকর। আমরা যোগ্য বঞ্চিতদের পাশে আছি। আইনি ভাবে এবং মানবিক ভাবে। ওঁদের ধৈর্য্য রাখা উচিত। ওঁরাই আমাদের সঙ্গে বসতে চেয়েছেন, ওঁরাই আবার ধ্বংসাত্মক আন্দোলন করছেন।’ শিক্ষক-শিক্ষিকাদের লাঠিপেটা করা নিয়ে পুলিশ প্রশাসনের এবিষয়ে নির্দিষ্ট বক্তব্য রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
সাহ্নিক ঘোষ